নিজস্ব প্রতিবেদক | সোমবার, ০৩ জুলাই ২০২৩ | প্রিন্ট
ঢাকা-১৭ আসনের উপনির্বাচন উপলক্ষে মঙ্গলবার (৪ জুলাই) ১৫টি সংস্থার সঙ্গে আইনশৃঙ্খলা বিষয়ক সভা করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)।
সভায় সিইসি কাজী হাবিবুল আউয়ালসহ অন্যান্য নির্বাচন কমিশনার ও ইসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন।
আজ এক বিজ্ঞপ্তিতে নির্বাচন কমিশন (ইসি) জানায়, আগামী ১৭ জুলাই জাতীয় সংসদের ১৯০ ঢাকা-১৭ শূন্য আসনে নির্বাচন উপলক্ষে মঙ্গলবার ৪ জুলাই বেলা ১১টায় নির্বাচন কমিশন সচিবালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হবে। সভায় প্রধান নির্বাচন কমিশনার সভাপতিত্ব করবেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব, পুলিশ মহাপরিদর্শক, বিজিবি, র্যাব, আনসার ও ভিডিপিসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের চিঠি দিয়েছে ইসি।
ঢাকা-১৭ শূন্য আসনে আগামী ১৭ জুলাই উপনির্বাচনের তারিখ নির্ধারণ করেছে ইসি। ব্যালটের মাধ্যমে ঐদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।
Posted ১২:১১ | সোমবার, ০৩ জুলাই ২০২৩
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain