নিজস্ব প্রতিবেদক | সোমবার, ২৬ জুন ২০২৩ | প্রিন্ট
জনগণের দেয়ালে পিঠ ঠেকে গেছে বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম।
তিনি বলেন, তারা এখন জালিম সরকারের কাছ থেকে মুক্তি চায়। এখন আর কোনো প্রতিবাদ নয়, সব অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। সরকার পতনের লক্ষ্যে এক দফা আন্দোলনের জন্য দেশবাসী আজ প্রস্তুত।
সোমবার (২৬ জুন) রাজধানীর মোহাম্মদপুর জাফরাবাদে মাদ্রাসার এতিম শিশুদের মাঝে ঈদসামগ্রী বিতরণী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
আওয়ামী লীগের আমলে দেশ ও জনগণ কেউ নিরাপদ নয় দাবি করে সালাম বলেন, নিজেদের স্বার্থে সরকার দেশের স্বার্থ বিলিয়ে দিয়েছে। গণতন্ত্রকে বন্দী রেখে দেশে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করেছে। তারা জাতিকে শোষণ করছে। সারাবিশ্বের কাছে বাঙালিকে হেয় প্রতিপন্ন করেছে।
বিএনপির আন্দোলন ক্ষমতায় আসার জন্য নয় উল্লেখ করে তিনি বলেন, জনগণের ভোটাধিকার ও বাকস্বাধীনতা ফিরিয়ে দেওয়ার জন্য আন্দোলন করা হচ্ছে। আন্দোলনে স্বৈরাচারী সরকারের দোসর ছাড়া সব দেশপ্রেমিক রাজনৈতিক দল এক হয়েছে। এবারের লড়াই ১৮ কোটি মানুষকে মুক্ত করার লড়াই।
এসময় উপস্থিত ছিলেন বিএনপির সহ-প্রচার সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম, ঢাকা মহানগর উত্তর বিএনপি নেতা সোহেল রহমান, আক্তার হোসেন, আদাবর থানার আহ্বায়ক নাসির উদ্দিন, যুগ্ম-আহ্বায়ক মনোয়ার হোসেন জীবন ও মোহাম্মদপুর থানার যুগ্ম-আহ্বায়ক জামাল হোসেন টুয়েল।
Posted ১২:১৮ | সোমবার, ২৬ জুন ২০২৩
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain