বৃহস্পতিবার ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

পশুবাহী গাড়ি থামালে ৯৯৯- এ ফোন করুন: আইজিপি

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ২৪ জুন ২০২৩ | প্রিন্ট

পশুবাহী গাড়ি থামালে ৯৯৯- এ ফোন করুন: আইজিপি

কেউ পশুবাহী গাড়ি থামালে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। ব্যবসায়ী, ইজারাদার ও পশুবহনকারী গাড়ির চালকদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা এ ধরনের কোনো সমস্যার সম্মুখীন হলে নিকটস্থ পুলিশের সহায়তা নেবেন অথবা ৯৯৯ নম্বরে ফোন করবেন।

আজ দুপুরে গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পরিদর্শনে গিয়ে এক সংবাদ সম্মেলনে আইজিপি এসব কথা বলেন।

তিনি বলেন, আসন্ন ঈদ উপলক্ষে গরুর হাটে সার্বক্ষণিক নিরাপত্তা অটুট থাকবে। কোনো কোনো সময় দেখা গেছে গরু নিয়ে টানা-হেঁচড়া হয়, চাঁদাবাজির অভিযোগ আসে। যদি কেউ কোনো পশুবাহী ট্রাক বা নৌকা থামাতে চায় তাহলে তাদের বিরুদ্ধে আইনানুগভাবে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেন, গত ঈদেও হাইওয়ে, রেলওয়ে, নৌপুলিশ, জেলা পুলিশ, মেট্রোপলিটন পুলিশ, র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব), ইন্ডাস্ট্রিয়াল পুলিশ, গোয়েন্দা সবাই একযোগে কাজ করেছে। গত ঈদের ব্যবস্থাপনা সুন্দর ছিল। যাত্রীরা নির্বিঘ্নে যথাসময়ে তাদের গন্তব্যে যেতে পেরেছেন এবং তাদের গন্তব্যস্থলেও নিরাপত্তা ব্যবস্থা অটুট ছিল। গতবারের অভিজ্ঞতা মাথায় রেখে এবারও নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজিয়েছি।

তিনি আরো বলেন, গত ঈদের চেয়ে এবারের ঈদে চ্যালেঞ্জ একটু বেশি। গতবারের ঈদে কাজ ছিল শুধু যাত্রী সাধারণকে তাদের গন্তব্যে পার করা। এবার একদিকে যাত্রী সাধারণ গন্তব্যে যাবে, অন্যদিকে পশুবাহী ট্রাক-নৌকা যাতায়ত করবে রাস্তা-ঘাটে এবং নদীতে। এছাড়া এ ঈদের মৌসুমী ফলবাহী গাড়িও চলাচল করবে। সেগুলোকেও আটকানো যাবে না। এসব কিছু বিবেচনা করে আমরা দেশবাসীকে আশ্বস্ত করতে চাই— সরকার বিভিন্নমুখী ব্যবস্থা নিয়েছে।

তিনি বলেন, আশা করছি— এবারো সবার সহযোগিতায় ঈদযাত্রায় সমগ্রযাত্রী সাধারণকে যথাসময়ে নির্বিঘ্নে গন্তব্যে পৌঁছাতে সক্ষম হবো।

Facebook Comments Box
advertisement

Posted ১৬:০৪ | শনিবার, ২৪ জুন ২০২৩

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১  
Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com