নিজস্ব প্রতিবেদক | শনিবার, ২৪ জুন ২০২৩ | প্রিন্ট
এশিয়ার অন্যতম ফুটবল পরাশক্তি জাপান। দক্ষিণ এশিয়ার ফুটবল টুর্নামেন্ট সাফে তাদের দৃষ্টি রয়েছে। সাফের টুর্নামেন্ট পর্যবেক্ষণ করতে বেঙ্গালুরুতে এসেছেন জাপান ফুটবল এসোসিয়েশনের প্রতিনিধি সিঙ্গেইকে।
সাফের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল জাপানের প্রতিনিধি সম্পর্কে বলেন, ‘জাপান ফুটবল এসোসিয়েশন তাদের ইয়ুথ দলের একজন কোচের জন্য আমাদের কাছে অ্যাক্রিডিটেশন কার্ড চেয়েছিল। অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের মাধ্যমে আমরা সেটা নিশ্চিত করেছি।
দক্ষিণ এশিয়ার দলগুলোর সঙ্গে জাপানের খেলা হয় একেবারে কদাচিৎ। এরপরও জাপান প্রতিনিধি প্রেরণের কারণ সম্পর্কে সাফ সম্পাদক বলেন, ‘যতটুকু জানিয়েছে পাকিস্তানের ম্যাচেই তাদের দৃষ্টি থাকবে বেশি। পাকিস্তানের প্রবাসী খেলোয়াড়দের পারফরম্যান্সই হয়তো তারা বিশ্লেষণ করতে পারে।
অনেক টুর্নামেন্টের সঙ্গে জাপান সরাসরি সংযুক্ত না থাকলেও গবেষণা এবং বিভিন্ন বিষয়ের জন্য পর্যবেক্ষণ করে। এর আগে বাংলাদেশে অনুষ্ঠিত বঙ্গবন্ধু গোল্ডকাপের একটি আসরে পর্যবেক্ষক পাঠিয়েছিল জাপান। বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে জাপান প্রায় দেড় যুগ বাৎসরিক অনুদান দিয়ে আসছে।
Posted ০৬:৪০ | শনিবার, ২৪ জুন ২০২৩
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain