বৃহস্পতিবার ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

চিনির মূল্যবৃদ্ধির আত্মঘাতী সিদ্ধান্ত পরিহার করুন: ডা. ইরান

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ২১ জুন ২০২৩ | প্রিন্ট

চিনির মূল্যবৃদ্ধির আত্মঘাতী সিদ্ধান্ত পরিহার করুন: ডা. ইরান

চিনির দাম প্রতি কেজিতে সর্বোচ্চ ২৫ টাকা বৃদ্ধির ঘোষণা অযৌক্তিক, ভোক্তা স্বার্থবিরোধী, অন্যায় ও আত্মঘাতী সিদ্ধান্ত বলে মন্তব্য করেছেন বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান।

তিনি বলেছেন, ‘দ্রব্যমুল্যের লাগামহীন ঊর্ধ্বগতি, গ্যাস বিদ্যুৎ পানির মূল্য দফায় দফায় বৃদ্ধিতে জনমনে যখন চরম উদ্বেগ উৎকণ্ঠা বিরাজ করছে ঠিক সেই মুহূর্তে চিনির দাম কেজিপ্রতি ২৫ টাকা বৃদ্ধি জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার সামিল। সরকার এই অনৈতিক ও অযৌক্তিক মূল্যবৃদ্ধি কার্যকর করলে সাধারণ মানুষের দুর্ভোগ আরেক দফা বাড়বে। চিনির সঙ্গে জড়িত সব খাদ্যপণ্যের দাম কয়েক গুন বেড়ে যাবে।’

বুধবার লেবার পার্টির দফতর সম্পাদক মনির হোসেন স্বাক্ষরিত বিবৃতিতে এসব কথা বলা হয়েছে।

ডা. মোস্তাফিজুর রহমান ইরান বলেন, ‘চিনিকল মালিকদের এই সিদ্ধান্ত অযৌক্তিক, ভোক্তা স্বার্থবিরোধী ও অন্যায়। তারা সরকারকে জিম্মি করে চিনির মূল্যবুদ্ধির যে পদক্ষেপ নিয়েছে তা জনগণ মেনে নেবে না।’

বাজারে বর্তমানে সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে খোলা চিনি বিক্রি হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ‘সরকার খুচরা বাজারে চিনি বিক্রির জন্য প্রতি কেজি খোলা চিনি ১২০ টাকা এবং প্যাকেটজাত চিনি ১২৫ টাকা নির্ধারণ করে। কিন্তু খুচরা বাজারে খোলা চিনি ১৩০ টাকা থেকে ১৪০ টাকায় বিক্রি হচ্ছে। মিল মালিক ও ডিলারদের কারসাজিতে এখন প্যাকেটজাত চিনি খোলা বাজারে পাওয়া যাচ্ছে না।

’ডা. ইরান আরো বলেন, ‘বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন ভোক্তাদের অবস্থা চিন্তা করে চিনিকল মালিক সংগঠনের এই মুনাফালোভী সিদ্ধান্ত কার্যকর না করে সরকারকে নির্ধারিত দামেই খুচরা বাজারে খোলা চিনি ও প্যাকেটজাত চিনি বিক্রির জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে।’

তিনি বলেন, ‘দাবি অনুযায়ী চিনি আমদানি থেকে শুল্ক প্রত্যাহার ও হ্রাস করার পরও দাম বাড়ানোর এই দাবি অযৌক্তিক ও অন্যায্য। আমরা মিল মালিকদের এই ভোক্তাস্বার্থ পরিপন্থি সিদ্ধান্ত কার্যকর না করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানাই।

Facebook Comments Box
advertisement

Posted ০৯:২৮ | বুধবার, ২১ জুন ২০২৩

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১  
Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com