নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ২০ জুন ২০২৩ | প্রিন্ট
আওয়ামী লীগ সরকারকে বিদায় করা ছাড়া দেশে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। তিনি বলেছেন, এ মুহূর্তে দেশে আইনের শাসনের প্রয়োজন নেই। প্রয়োজন ন্যায়বিচার। আর এটা সরকারের বিদায় করা ছাড়া সম্ভব হবে না।
মঙ্গলবার (২০ জুন) জাতীয় প্রেস ক্লাবের সামনের সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি (এসপিডি) আয়োজিত এক সংহতি সমাবেশে এ মন্তব্য করেন তিনি। কৃষক শ্রমিক ও মধ্যবিত্তের বাজেট বাস্তবায়ন অবাধ-সুষ্ঠু নির্বাচন ও গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য এ সমাবেশের আয়োজন করা হয়।
সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, এখন বাজেট প্রণয়ন করেন ধনিকে কীভাবে আরও ধনি করা যায়। গরিবের জন্য এ বাজেট না, তারা গরিবদের জন্য বাজেট করেনি।
তিনি বলেন, কালকে একটা সিগনালে দাঁড়িয়ে ছিলাম ৪৭ মিনিট, কারণ হচ্ছে পুলিশের আইজিপি যাবে। দেখেন দেশের বর্তমান কি অবস্থা। এক শ্রেণির অসাধু পুলিশ কর্মকর্তা সরকারের সঙ্গে আঁতাত করে জনগণকে জিম্মি করে রেখেছে। তাই এ মুহূর্তে বাংলাদেশে আইনের শাসনের প্রয়োজন নেই। এ মুহূর্তে প্রয়োজন ন্যায়বিচারের শাসন। আর এটা করতে হলে এ সরকারের বিদায় করা ছাড়া সম্ভব না।
যুবদলের সাবেক এ সভাপতি বলেন, সরকারকে বাধ্য করতে হবে একটা নতুন নির্বাচন কমিশন গঠন করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিয়ে জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিতে। তা না হলে দেশের জনগণ কখনো ভোটের অধিকার ফিরে পাবে না।
এসপিডি আহ্বায়ক আবুল কালাম আজাদের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, সংগঠনের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, সদস্য রেখা আক্তার, ইউনুস আলী মুন্সী প্রমুখ।
Posted ১১:৩৪ | মঙ্গলবার, ২০ জুন ২০২৩
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain