নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ২০ জুন ২০২৩ | প্রিন্ট
দেশের মানুষ ভোটের অধিকার ফিরে পেতে চায়- এমন মন্তব্য করে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, ‘নিশিরাতের সরকার, নিশিরাতের ভোট এদেশের মানুষ আর চায় না। আগামীতে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দেওয়া না হলে যেকোনো পরিস্থিতি সৃষ্টির দায়ভার আওয়ামী লীগকে নিতে হবে।’
মঙ্গলবার (২০ জুন) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের উদ্যোগে তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের দাবিতে এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন।
দেশে ভয়াবহ রাজনৈতিক সংকট তৈরি হয়েছে দাবি করে প্রধানমন্ত্রীর উদ্দেশে দুদু বলেন, ‘অবিলম্বে বেগম জিয়াকে মুক্তি দিন। তারেক রহমানকে দেশে আসতে দিন। নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার গঠনে সহযোগিতা করুন। পার্লামেন্ট ভেঙে দেন। আর তা যদি না করেন তাহলে যে পরিস্থিতির মুখোমুখি হবেন সম্মান নিয়ে বিদায় নিতে পারবেন না। এটা যদি আপনার মাথায় না আসে তাহলে অসম্মানজনক পরিস্থিতি আপনার জন্য অপেক্ষা করছে।’
দুদু বলেন, ‘বাংলাদেশে ভয়ংকর ও ভয়াবহ রাজনৈতিক সংকট তৈরি হয়েছে। এই সংকট থেকে বেরিয়ে আসতে না পারলে যে কারণে মুক্তিযুদ্ধ হয়েছে, দেশ স্বাধীন হয়েছে, দেশের জনগণ এক সাগর রক্ত দিয়েছে, লাখ লাখ মা-বোন সম্ভ্রম হারিয়েছে, তাদের অসম্মান করা হবে। এই সংকট থেকে বেরিয়ে আসতে হলে এই সরকারকে পদত্যাগ করতে হবে। তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠিত করতে হবে। নতুন নির্বাচন কমিশন গঠন করে সুষ্ঠু নির্বাচন দিতে পারলেই এই সংকট কেটে যাবে।’
বিএনপির এই কেন্দ্রীয় নেতা বলেন, ‘বাংলাদেশের ওপর ভিসানীতি এসেছে সুষ্ঠু নির্বাচনের জন্য। সাতজন কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা এসেছিল মানবাধিকারের জন্য। আমাদের পার্শ্ববর্তী বন্ধুরাষ্ট্র ভারত আমার দেশের জনগণের পক্ষে থাকলে কোনো কথা নাই। কিন্তু দেখতে পাচ্ছি নিশিরাতের অবৈধ সরকারকে রক্ষা করার জন্য বেশি ব্যস্ত হয়ে পড়েছে। এটা ভালো বিষয় নয়।’
জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির বেপারির সভাপতিত্বে মানববন্ধনে আরও বক্তব্য দেন তাঁতি দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কাজী মনিরুজ্জামান মনির, কৃষক দলের সহ-সভাপতি ভিপি ইব্রাহিম, মৎস্যজীবী দলের যুগ্ম আহ্বায়ক নাদিম চৌধুরী, কর্মজীবী দলের সাধারণ সম্পাদক মো. আলতাফ হোসেন সরদার, মৎস্যজীবী দলের সদস্য ইসমাইল হোসেন সিরাজ প্রমুখ।
Posted ১১:২৩ | মঙ্গলবার, ২০ জুন ২০২৩
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain