নিজস্ব প্রতিবেদক | সোমবার, ১৯ জুন ২০২৩ | প্রিন্ট
ঈদুল আজহার ছুটি একদিন বাড়লো। আগামী ২৭ জুন ছুটি অনুমোদন করেছে মন্ত্রিসভা। আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সুপারিশের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নিলো মন্ত্রিসভা।
নাম প্রকাশে অনিচ্ছুক মন্ত্রিসভা বৈঠকে অংশ নেওয়া একজন মন্ত্রী ছুটি অনুমোদনের বিষয়টি নিশ্চিত করেছেন। সচিবালয়ে ৬ নম্বর ভবনে অফিস থাকা ওই মন্ত্রী ২৭ জুন একদিন ছুটি বাড়ানোর বিষয়টি জানান।
এতে এবার ঈদে আগামী ২৭ জুন থেকে ১ জুলাই পর্যন্ত টানা পাঁচদিনের ছুটি পাচ্ছেন সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৯ জুন মুসলমানদের দ্বিতীয় বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা বা কোরবানির ঈদ উদযাপিত হবে।
Posted ০৮:১২ | সোমবার, ১৯ জুন ২০২৩
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain