নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ১৫ জুন ২০২৩ | প্রিন্ট
লঙ্কান প্রিমিয়ার লিগে (এলপিএল) দল পেয়ে চমক দেখিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের বাইরে থাকা উইকেটরক্ষক ব্যাটার মোহাম্মদ মিঠুন। গল টাইটান্স ভিত্তিমূল্য ২০ হাজার ডলারে (প্রায় ২২ লাখ টাকা) কিনে নিয়েছে তাকে।
মিঠুন এবারই বিদেশি লিগে দল পেলেন। তবে দল পাননি তামিম ইকবাল, মুশফিকুর রহিম, তাসকিন আহমেদ, লিটন দাসের মতো বাংলাদেশের বড় তারকারা। নাসুম আহমেদও অবিক্রীত।
বাংলাদেশি তারকাদের মধ্যে একমাত্র সাকিব আল হাসান সরাসরি চুক্তিতে দল পেয়েছেন। তাকে আগেই কিনেছে গল টাইটান্স। অর্থাৎ মিঠুন খেলবেন সাকিবের সঙ্গে একই দলে।
এলপিএলের আসন্ন আসরের জন্য কলম্বোতে নিলাম অনুষ্ঠিত হয়েছে বুধবার। নিলামে ভিত্তিমূল্য ৫০ হাজার ডলারে ছিল মুশফিক আর তামিমের নাম। তাদের কেউ কেনার আগ্রহ দেখায়নি। তাসকিন ৪০ হাজার আর লিটন দাস ৩০ হাজার ডলার ভিত্তিমূল্যে অবিক্রীত থেকে গেছেন। নাসুম আহমেদ ২০ হাজার ডলার ভিত্তিমূল্যে দল পাননি। সূএ : বাংলাদেশ প্রতিদিন
Posted ০৫:০২ | বৃহস্পতিবার, ১৫ জুন ২০২৩
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain