নিজস্ব প্রতিবেদক | বুধবার, ১৪ জুন ২০২৩ | প্রিন্ট
বিএনপি নেতাকর্মীদের একের পর এক গ্রেফতার করা হচ্ছে বলে মন্তব্য করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, জেল গেটে দলীয় নেতাকর্মীদের গ্রেফতার করা হচ্ছে। কিন্তু আর বেশি দিন নয়, সরকারের লৌহকপাট ভেঙে ফেলার জন্য মানুষ প্রস্তুত হচ্ছে। মিছিলের এই কাফেলা কোনো পুলিশ থামাতে পারবে না।
বুধবার (১৪ জুন) ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনুর মুক্তির দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে এসব কথা বলেন তিনি।
রফিকুল আলম মজনুকে শ্যোন অ্যারেস্ট দেখানোর অভিযোগ করে রিজভী বলেন, তার মা প্রত্যাশা করে বসে আছে ছেলে মুক্তি পাবে। নেতাকর্মীরা অপেক্ষায় ছিল। অথচ তিনি যেদিন রেব হবেন তখন ব্যাকডেট দিয়ে তাকে নজিরবিহীনভাবে আবার গ্রেফতার করা হয়েছে। পুলিশ এটা করতে পারে না।
এদিন বিকেলে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের করে নাইটিঙ্গেল মোড় হয়ে আবার নয়াপল্টনে গিয়ে শেষ হয়।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ছাড়াও মিছিলে মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালাম, হাবিবুর রশীদ হাবিব, মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাসসহ মহানগর বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
উল্লেখ্য, গত ২২ মে বিএনপি ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব রফিকুল আলম মজনুকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। ওইদিন রাতে শাহজানপুরের বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে ওই মামলায় জামিন পেয়ে কারাগার থেকে বের হওয়ার সময় আবার তাকে গ্রেফতার করা হয় বলে বিএনপির পক্ষ থেকে অভিযোগ করা হয়।
Posted ১৩:০৮ | বুধবার, ১৪ জুন ২০২৩
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain