নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ০৮ জুন ২০২৩ | প্রিন্ট
তীব্র গরম এবং লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত হওয়ার প্রতিবাদে বিদ্যুৎ ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে বিএনপি। ঢাকায় এই কর্মসূচি নয়াপল্টন এলাকায় শুরু করে মিছিল নিয়ে মতিঝিলের ওয়াপদা ভবনে স্মারকলিপি দিতে যান দলটির নেতাকর্মীরা। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে মিছিলটি নটরডেম কলেজের কাছে যাওয়ার পর পুলিশের বাধার মুখে পড়ে।
বৃহস্পতিবার (৮ জুন) দুপুরে বিএনপির মিছিলটি নটরডেম কলেজে সামনে এলে পুলিশ বেরিকেট দিয়ে বাধা দেয়। পরে নটরডেম কলেজের ফুটওভার ব্রিজের নিচের রাস্তায় বিএনপির মিছিল অবস্থান করে এবং দলের নেতারা বক্তব্য দেন।
এ সময় অবস্থান কর্মসূচির থেকে তীব্র গরমে ঘনঘন লোডশেডিংয়ের জন্য বিএনপির পক্ষ থেকে সরকারের সমালোচনা করে নানা ধরনের স্লোগান দেওয়া হয়।
উপস্থিত ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম, সাবেক এমপি দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন, ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক, সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরী, মীর সরাফাত আলী সপু, সুলতানা আহমেদ প্রমুখ।
পরে বিএনপি নেতারা ওয়াপদা কার্যালয়ে গিয়ে দলের পক্ষ থেকে স্মারকলিপি দেন।
Posted ০৯:৩৫ | বৃহস্পতিবার, ০৮ জুন ২০২৩
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain