নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ০৮ জুন ২০২৩ | প্রিন্ট
দেশে অসহনীয় লোডশেডিং ও বিদ্যুৎখাতে ‘ব্যাপক দুর্নীতি’র প্রতিবাদে দেশব্যাপী জেলা শহরের বিদ্যুৎ অফিসের সামনে অবস্থান কর্মসূচি করবে বিএনপি। একই সঙ্গে বিদ্যুৎ-সংশ্লিষ্টদের কাছে স্মারকলিপি দেবে দলটি। তবে ঢাকায় কর্মসূচির স্থান পরিবর্তন করে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কর্মসূচি পালন করবে দলটির নেতাকর্মীরা।
ঘোষিত কর্মসূচি অনুযায়ী বৃহস্পতিবার (৮ জুন) প্রতিটি জেলা শহরের বিদ্যুৎ অফিসের সামনে সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অবস্থান কর্মসূচি করা হবে।
এদিকে, ঢাকায় কর্মসূচির স্থান ও সময় পরিবর্তন করা হয়েছে বলে জানানো হয়েছে।
বৃহস্পতিবার সকালে বিএনপির দপ্তর থেকে জানানো হয়, দুপুর ১২টা থেকে বেলা ১টার পরিবর্তে বেলা সাড়ে ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত পল্টনের জোনাকী সিনেমা হলের সামনে ঢাকা জেলা বিএনপির উদ্যোগে অবস্থান কর্মসূচি ও সেখান থেকে গিয়ে স্মারকলিপি প্রদান করা হবে। যদিও এই কর্মসূচি মতিঝিলের ওয়াপদা ভবনের সামনে করার কথা ছিল।
অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথি থাকবেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
প্রসঙ্গত, গত মঙ্গলবার বিএনপির পক্ষ বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে কর্মসূচি ঘোষণা করা হয়।
Posted ০৭:৪৬ | বৃহস্পতিবার, ০৮ জুন ২০২৩
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain