নিজস্ব প্রতিবেদক | সোমবার, ০৫ জুন ২০২৩ | প্রিন্ট
বিহারের ভাগলপুরে গঙ্গায় তাসের ঘরের মতো ভেঙে পড়ল চার লেনের একটি নির্মাণাধীন সেতু। তবে এতে কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।
২০১৪ সালে সেতুটির নির্মাণ কাজ উদ্বোধন করেছিলেন বিহারের মুখ্যমন্ত্রী নিতিশ কুমার। সেতুটি সুলতানগঞ্জ ও খাগারিয়া জেলার সংযোগকাজে এটি নির্মাণ কাজ করা হয়েছিল।
এই ঘটনায় তদন্তের আদেশ দিয়েছেন নিতিশ কুমার। তিনি দায়ীদের চিহ্নিত করে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন।
কিছুদিনের মধ্যেই সেতুটি জন ও যান চলাচলের জন্য খুলে দেওয়ার কথা ছিল। এ জন্য রাজ্য সরকারের দুর্নীতিকে দায়ী করছে বিরোধীরা। সূত্র: এনডিটিভি
Posted ০৩:৪৪ | সোমবার, ০৫ জুন ২০২৩
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain