নিজস্ব প্রতিবেদক | শুক্রবার, ০২ জুন ২০২৩ | প্রিন্ট
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম বলেছেন, প্লাস্টিক পণ্য রিসাইক্লিং কাজ আরও জোরালোভাবে করা দরকার। প্রতিটি দোকান বা শপের সামনে যদি খালি বোতল সংগ্রহে একটি করে পাত্র দেওয়া হয় এবং প্রতিটি বোতলের জন্য নির্দিষ্ট পরিমাণ টাকা বা উপহার দেওয়া হয়, তাহলে মানুষ প্লাস্টিক জমা দিতে আরও উৎসাহী হবে।
শুক্রবার (০২ জুন) রাজধানীর হাতিরঝিলে পরিবেশ সুরক্ষায় জনসচেতনতা তৈরির লক্ষ্যে ‘লেটস সেভ দ্য প্লানেট’ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।
প্লাস্টিক বর্জ্য সংগ্রহে ‘লেটস সেভ দ্য প্লানেট’ ক্যাম্পেইনে আয়োজনকে স্বাগত জানিয়ে ডিএনসিসি মেয়র বলেন, এমন কর্মসূচির মাধ্যমে জনসচেতনতা বাড়বে। মানুষ যত্রতত্র প্লাস্টিক ফেলবে না। পরিবেশ দূষণও কমে আসবে।
দেশের ২৪ জেলার ৫৮ স্থানে পড়ে থাকা বিভিন্ন ধরনের প্লাস্টিক বর্জ্য সংগ্রহ করেছে দেশের শীর্ষ শিল্পগ্রুপ প্রাণ-আরএফএল। পরিবেশের ভারসাম্য রক্ষায় সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে ‘লেটস সেভ দ্য প্লানেট’ নামে ক্যাম্পেইন করেছে প্রতিষ্ঠানটি।
অনুষ্ঠানে প্লাস্টিক সংগ্রহে জড়িত ১২ ব্যক্তিকে সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়। উদ্বোধনী অনুষ্ঠান শেষে যুগপৎভাবে হাতিরঝিলসহ ঢাকা, গাজীপুর, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, হবিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, কক্সবাজারসহ দেশের ২৪ জেলার ৫৮ স্থানে বিভিন্ন ধরনের প্লাস্টিক বর্জ্য সংগ্রহ করা হয়।
এসময় আরও উপস্থিত ছিলেন— প্রাণ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইলিয়াছ মৃধা, আরএফএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আর এন পাল, প্রাণ-আরএফএল গ্রুপের বিপণন পরিচালক কামরুজ্জামান কামাল ও টেল প্লাস্টিকসের নির্বাহী পরিচালক কামরুল হাসান। সূএ : ঢাকা মেইল ডটকম
Posted ১৬:৪৮ | শুক্রবার, ০২ জুন ২০২৩
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain