নিজস্ব প্রতিবেদক | শুক্রবার, ২৬ মে ২০২৩ | প্রিন্ট
বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা জেলা কমিটির সাধারণ সম্পাদক নিপুন রায় চৌধুরীর ওপর আওয়ামী লীগ হামলা করেছে দাবি করা হচ্ছে দলটির পক্ষ থেকে। শুক্রবার কেরানীগঞ্জে বিএনপির জনসমাবেশে চলকালে এই হামলা করা হয় বলে অভিযোগ।
বিএনপির দাবি, সমাবেশের মাঝামাঝি সময়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা অতর্কিত হামলা চালায়। তারা বিএনপির সমাবেশের ওপর পাথর, ইট নিপেক্ষ করতে থাকে। তাদের হামলায় নিপুর রায় চৌধুরীসহ অর্ধশতাধিক নেতাকর্মী আহত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক ঢাকা পোস্টের কাছে দাবি করেন, নিপুণ রায়সহ অর্ধশতাধিক নেতাকর্মী আহত হয়েছেন। নিপুণ রায়ের অবস্থা খুবই খারাপ। তার মাথায় বেশ কয়েকটি সেলাই লেগেছে। তিনি ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
আবু আশফাক বলেন, আওয়ামী লীগের সন্ত্রাসীরা বিএনপির সমাবেশের ওপর হামলা করলেও পুলিশ প্রথমে নীরব ভূমিকা পালন করেছে। তারা বিএনপির নেতাকর্মীদের ব্যারিকেড দিয়ে রেখেছিল। যদিও পরে তারা পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে।
Posted ০৯:২১ | শুক্রবার, ২৬ মে ২০২৩
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain