নিজস্ব প্রতিবেদক | শুক্রবার, ২৬ মে ২০২৩ | প্রিন্ট
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের মাধ্যমে সরকার সুষ্ঠু নির্বাচন দেখানোর চেষ্টা করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
শুক্রবার (২৬ মে) সকালে ঢাকা রিপোর্টাস ইউনিটির ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি।
আমীর খসরু বলেন, আগামী নির্বাচন নিরপেক্ষ সরকারের অধীনে হতে হবে। এর কোনো বিকল্প নেই।
এর আগে বৃহস্পতিবার (২৫ মে) অনুষ্ঠিত হয়েছে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন। কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ছাড়াই শেষ হয়েছে ভোটগ্রহণ। এতে নৌকার প্রার্থী অ্যাডভোকেট আজমত উল্লা খানকে হারিয়ে বিজয়ী হয়েছেন সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের মা জায়েদা খাতুন।
Posted ০৭:২৩ | শুক্রবার, ২৬ মে ২০২৩
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain