নিজস্ব প্রতিবেদক | বুধবার, ২৪ মে ২০২৩ | প্রিন্ট
বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান বলেছেন, বিএনপি এখনো সরকার পতনের আন্দোলন শুরু করেনি। আমরা এখনো কোনো হরতাল ও সরকার পতনের আন্দোলন শুরু করিনি। ১০ দফা বাস্তবায়নে আন্দোলন করে যাচ্ছি, যা শিগগির এক দফায় পরিণত হবে।
বুধবার (২৪ মে) জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ ইয়ুথ ফোরাম আয়োজিত ‘জাতীয় নির্বাচনকালীন নির্দলীয় সরকার ব্যবস্থা কেন’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
আওয়ামী লীগের সমালোচনা করতে গিয়ে নোমান বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে চায়, অথচ তারা তৃণমূল ও জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। ২০১৮ সালের নির্বাচনে জনগণ ভোট দিতে পারেনি, এবারেও পারবে না। এ স্বৈরশাসক উৎখাতে প্রয়োজন নির্দলীয় সরকার। আমরা চাই দেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন হোক। এ নির্বাচন কমিশন বা সরকার নয়, প্রয়োজন নির্দলীয় সরকার।
তিনি বলেন, আওয়ামী লীগ বলছে, সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক কোনো বিষয় নিয়ে তারা আলোচনা করতে রাজি নয়। কিন্তু সেই সংবিধান কি অক্ষত রয়েছে? পরিবর্তিত সংবিধানে নির্বাচন বা আলোচনা কোনোটাই হবে না। যেখানে দিনের ভোট রাতে হয়, ব্যালটবিহীন নির্বাচন হয়, তাতে বিএনপি অংশ নেবে না। যতক্ষণ পর্যন্ত ‘আমার ভোট আমি দেবো, যাকে খুশি তাকে দেবো’ এ পরিস্থিতি তৈরি না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমরা নির্বাচন করতে দেবো না।
নোমান বলেন, খালেদা জিয়াকে কারাগারে কেন রাখা হয়েছে? এর কারণ হলো তার নেতৃত্বে যে আন্দোলন শুরু হয়েছে, সেটার কার্যকারিতা কমাতেই নেত্রীকে কারারুদ্ধ রাখা হয়েছে।
আয়োজক সংগঠনের উপদেষ্টা এম নাজমুল হাসানের সভাপতিত্বে সভায় সংগঠনের সভাপতি মুহাম্মদ সাইদুর রহমান, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন বুলবুল ও জাতীয় পার্টির (কাজী জাফর) মহাসচিব আহসান হাবিব লিংকন প্রমুখ উপস্থিত ছিলেন।
Posted ০৯:৪০ | বুধবার, ২৪ মে ২০২৩
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain