নিজস্ব প্রতিবেদক | সোমবার, ২২ মে ২০২৩ | প্রিন্ট
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনুকে বাসা থেকে তুলে নিয়ে গেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) এমন অভিযোগ পাওয়া গেছে।
রবিবার রাত সাড়ে ১২টার দিকে রাজধানীর শাহজাহানপুরের বাসা থেকে তাকে তুলে নেওয়া হয়।
ঘটনাটি নিশ্চিত করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সরকারের সময় শেষ হওয়ায় এখন মরণ কামড় দিচ্ছে। জনগণকে ভয় পাইয়ে দিতেই মজনুকে তুলে নেওয়া হয়েছে। কিন্তু গ্রেফতার নির্যাতন করে, নেতা-কর্মীদের তুলে নিয়ে কারাগার পূর্ণ করলেও সরকারের শেষ রক্ষা হবে না। কোন ফন্দি ফিকির আর কাজে আসবে না।
তিনি অবিলম্বে রফিকুল আলম মজনুর নিঃশর্ত মুক্তি দাবি করেন।
Posted ০৬:০৭ | সোমবার, ২২ মে ২০২৩
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain