নিজস্ব প্রতিবেদক | রবিবার, ২১ মে ২০২৩ | প্রিন্ট
ভারতে পিঁয়াজের দাম কম। দেশের বাজার নিয়ন্ত্রণে রাখতে ভারত থেকে আমদানি করা হতে পারে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। তিনি বলেন, ‘দ্রব্যমূল্য নিয়ে বাজারে অস্থিরতা রয়েছে। পিঁয়াজের দাম অস্বাভাবিকভাবে ওঠানামা করছে। ৮০ টাকা কেজি কোনোভাবেই গ্রহণযোগ্য না।
আজ দুপুরে সচিবালয়ে ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, ‘পিঁয়াজের বাজার যারা সিন্ডিকেট করছে, তাদের নিয়ন্ত্রণে আনার চেষ্টা হচ্ছে। এরপরও বাজার নিয়ন্ত্রণে না আসলে শিগগিরই পিঁয়াজ আমদানি করতে বাধ্য হবে সরকার।
ড. রাজ্জাক বলেন, ‘আরও ৪/৫ দিন বাজার পর্যবেক্ষণ করে পিঁয়াজ আমদানির সিদ্ধান্ত হতে পারে। এর মধ্যে বাজার নিয়ন্ত্রণে না আসলে আমদানি করতে বাধ্য হবো। সরকার চায় না কৃষকের ক্ষতি হোক। এ নিয়ে যারা সিন্ডিকেট করছে তাদের নিয়ন্ত্রণে আনার চেষ্টা হচ্ছে। সেটা সিরিয়াসলি দেখা হচ্ছে। আলু নিয়ে সমস্যা হবে না।’
Posted ০৯:২১ | রবিবার, ২১ মে ২০২৩
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain