নিজস্ব প্রতিবেদক | শুক্রবার, ১৯ মে ২০২৩ | প্রিন্ট
আগামীকাল শনিবার দুই ঘণ্টার জন্য বন্ধ থাকবে ঢাকা–চট্টগ্রাম মহাসড়ক। ভোর সাড়ে পাঁচটা থেকে সকাল সাড়ে সাতটা পর্যন্ত বন্ধ থাকবে দেশের ব্যস্ততম এই মহাসড়ক।
জানা গেছে, চট্টগ্রামের সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া ইউনিয়নের আরআর টেক্সাইল মিলস এলাকায় পদচারী–সেতুর বিম স্থাপনের জন্য এই মহাসড়ক বন্ধ রাখা হবে।
বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন সড়ক ও জনপথ (সওজ) বিভাগের সীতাকুণ্ড কার্যালয়ের উপবিভাগীয় প্রকৌশলী রোকন উদ্দিন খালেদ চৌধুরী।
তিনি বলেন, নির্মাণাধীন পদচারী–সেতুর বিম বসানোর সময় যেকোনও ধরনের দুর্ঘটনার এড়াতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক দুই ঘণ্টার জন্য বন্ধ রাখা হবে। এ জন্য এর সঙ্গে সংশ্লিষ্ট দফতরগুলোতে ইতোমধ্যে চিঠি পাঠানো হয়েছে।
রোকন উদ্দিন খালেদ আরও বলেন, গত শনিবার এই বিমটি বসানোর কথা ছিল। কিন্তু ঘূর্ণিঝড় মোখার কারণে গত ১১ মে ওই কাজ স্থগিত করেন সওজের চট্টগ্রামের নির্বাহী প্রকৌশলী পিন্টু চাকমা। ফলে তখন বিমটি স্থাপন করা হয়নি। সূএ : বাংলাদেশ প্রতিদিন
Posted ০৬:০৪ | শুক্রবার, ১৯ মে ২০২৩
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain