নিজস্ব প্রতিবেদক | বুধবার, ১৭ মে ২০২৩ | প্রিন্ট
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির পদযাত্রা কর্মসূচিতে অংশ নিতে রাজধানীর বাসাবো এলাকায় জড়ো হচ্ছেন দলটির নেতাকর্মীরা।
বুধবার (১৭ মে) বিকেল ৩টায় ঢাকা মহানগর দক্ষিণের পদযাত্রা কর্মসূচি হবে বাসাবো খেলার মাঠ থেকে মালিবাগ কমিউনিটি সেন্টার পর্যন্ত। একই দিন উত্তর বাড্ডার সুবাস্তু টাওয়ারের সামনে থেকে শুরু করে রামপুরার আবুল হোটেল পর্যন্ত পদযাত্রা করবে মহানগর উত্তর বিএনপি।
উচ্চ আদালতের নির্দেশনাকে অধীনস্থ আদালত এবং সরকারের অবজ্ঞা, গায়েবি মামলায় নির্বিচার গ্রেফতার, মিথ্যা মামলা ও পুলিশি হয়রানি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, লোডশেডিং, আওয়ামী সরকারে সর্বগ্রাসী দুর্নীতির প্রতিবাদ ও ১০ দফা দাবি বাস্তবায়নে এ পদযাত্রা ও জনসমাবেশ করবে বিএনপি।
পদযাত্রাকে আইনশৃঙ্খলা বাহিনী ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। বাসাবো খেলার মাঠের প্রবেশের চতুর্দিকেই পুলিশের ব্যাপক উপস্থিতি, পুলিশের রায়ট কার, প্রিজন ভ্যান, জলকামান।
কর্মসূচিতে যোগ দিতে দুপুর থেকেই বাসাবো খেলার মাঠের আশপাশে এসে জড়ো হতে থাকেন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। বাসাবো খেলার মাঠ থেকে মালিবাগ কমিউনিটি সেন্টার পর্যন্ত এ পদযাত্রা কর্মসূচি অনুষ্ঠিত হবে। এতে মহানগর দক্ষিণ বিএনপি সদস্যসচিব রফিকুল আলম মজনুর সঞ্চালনা ও আহ্বায়ক আব্দুস সালামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।
অন্যদিকে, মহানগর উত্তর বিএনপির উদ্যোগে রাজধানীর উত্তর বাড্ডা সুবাস্তু ভ্যালি টাওয়ারের সামনে থেকে শুরু করে পদযাত্রাটি রামপুরা হয়ে মালিবাগ আবুল হোটেল মোড়ে গিয়ে শেষ হবে। এতে মহানগর উত্তর বিএনপির সদস্যসচিব আমিনুল হকের সঞ্চালনা ও আহ্বায়ক আমান উল্লাহ আমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন।
Posted ১০:১৯ | বুধবার, ১৭ মে ২০২৩
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain