নিজস্ব প্রতিবেদক | সোমবার, ১৫ মে ২০২৩ | প্রিন্ট
আসছে ডন ৩ সিনেমা। চিত্রনাট্যের কাজও প্রায় শেষ করে ফেলেছে ফারহান আখতার। এক যুগ পর আবারও ‘ডন’ রূপে ফিরছেন শাহরুখ খান।
ডনের তৃতীয় সিকুয়েলের বিষয়ে সম্প্রতি এসব তথ্য দিয়েছেন প্রযোজক রীতেশ সিধওয়ানি।
তিনি জানেয়েছেন ফারহান এখন ডনের পরবর্তী পর্বের চিত্রনাট্য নিয়ে কাজ করছেন। চিত্রনাট্য শেষ হলে আমরা ডনের পরের পর্ব নিয়ে আলোচনায় বসব।
ফারহান ও রীতেশের প্রযোজনা সংস্থা ‘এক্সেল এন্টারটেইনমেন্ট’ থেকেই নির্মিত হবে ‘ডন-৩’। তারা ১৯৭৮ সালে মুক্তি পাওয়া অমিতাভ বচ্চনের সিনেমা ‘ডন’ এর স্বত্বও কিনে নিয়েছে।
সেই ডন এ অমিতাভ ছাড়াও অভিনয় করেছিলেন জিনাত আমান, প্রাণ, ইফতেখার, ওম শিবপুরি ও সত্যেন কাপ্পু। সিনেমার চিত্রনাট্য লেখেন সেলিম খান ও ফারহানের বাবা জাভেদ আখতার।
এরপর ফারহান আখতারের পরিচালায় ড্ন হয়ে আসেন শাহরুখ খান। ২০০৬ সালে সিনেমার প্রথম পর্ব মুক্তি পায়। সুপারহিট হওয়ার পর তার সিকুয়েল মুক্তি পায় ২০১১ সালে। সূএ :বাংলাদেশ প্রতিদিন
Posted ১৭:১৯ | সোমবার, ১৫ মে ২০২৩
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain