নিজস্ব প্রতিবেদক | শনিবার, ১৩ মে ২০২৩ | প্রিন্ট
আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল-আলম হানিফ বলেছেন, বিভিন্ন সময়ে বিএনপি-জামায়াতের আন্দোলনকে প্রতিহত করেছে যুবলীগের নেতা-কর্মীরা। আগামী দিনেও বিএনপি নৈরাজ্য সৃষ্টি করলে তাদের সন্ত্রাসীদেরকে উচিত শিক্ষা দেওয়ার জন্য যুবলীগই যথেষ্ট। এদেশের মানুষ কোনো অগ্নিসন্ত্রাসীদের ক্ষমতায় দেখতে চায় না।
আজ (১৩মে) বিকেলে ২৩, বঙ্গবন্ধু এভিনিউয়ে যুবলীগের উদ্যোগে আয়োজিত শান্তি সমাবেশে তিনি এ কথা বলেন। সমাবেশের সঞ্চালনা করেন যুবলীগের সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল।
হানিফ বলেন, বাংলাদেশের জনগণের ওপর বিএনপির ভরসা নেই। এই কারণে তারা ক্ষমতায় আসতে জনগণের কাছে না গিয়ে বিদেশি প্রভুদের কাছে গিয়ে ধরনা দিচ্ছে। যদি এদেশের জনগণ বিএনপির সঙ্গে থাকত, তাহলে তাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে কারাগারে থাকতে হতো না। তাদের নেতা-কর্মীরা আন্দোলন-সংগ্রাম করে তাকে ছাড়িয়ে নিতো।
এসময় আরও বক্তব্য রাখেন যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মো. রফিকুল ইসলাম, ইঞ্জিনিয়ার মৃনাল কান্তি জোদ্দার, তাজউদ্দিন আহমেদ, মো. জসিম উদ্দিন মাতুব্বর, মো. আনোয়ার হোসেন, যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক বিশ্বাস মুতিউর রহমান বাদশা, সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান চপল, প্রচার সম্পাদক জয়দেব নন্দী, দপ্তর সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান মাসুদ, উপ-দপ্তর সম্পাদক মো. দেলোয়ার হোসেন শাহজাদা, ঢাকা মহানগর যুবলীগ উত্তরের ভারপ্রাপ্ত সভাপতি জাকির হোসেন বাবুল, সাধারণ সম্পাদক মো. ইসমাইল হোসেন, দক্ষিণের ভারপ্রাপ্ত সভাপতি মাইন উদ্দিন রানা ।।
Posted ১৬:১৭ | শনিবার, ১৩ মে ২০২৩
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain