নিজস্ব প্রতিবেদক | বুধবার, ১০ মে ২০২৩ | প্রিন্ট
ক্ষমতাসীনদের অধীনে নির্বাচন গেলে ফলাফল কী হতে পারে তা সবাই জানে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
আজ (১০ মে) নয়াপল্টনে এক সংবাদ সম্মেলনে রিজভী এমন মন্তব্য করেন।
বিএনপির এই নেতা বলেন, তত্ত্বাবধায়ক সরকার কিংবা নির্বাচনকালীন সরকার নিয়ে সরকারের ওপর চাপ নেই তা সত্য নয়। সরকার আন্তর্জাতিক মহলের পরামর্শকে আড়াল করে নিজেদের মত প্রতিষ্ঠা করতেই চাপ নেই বলছে।
রিজভী বলেন, ক্ষমতাসীনদের অধীনে নির্বাচন গেলে কী হতে পারে তা সবাই জানে। তারা নিজেরাই প্রমাণ করেছে তাদের অধীনে নির্বাচন সুষ্ঠু হতে পারে না।
বিএনপির এই নেতা বলেন, আওয়ামী লীগ সরকার লুটপাট জারি রাখতেই নিজেদের অধীনে নির্বাচন করতে চায়।
ক্ষমতাসীনরা আয়েশি জীবনযাপন করলেও সাধারণ মানুষ কষ্টে দিনযাপন করছে বলেও দাবি করেন রিজভী।
গ্রেফতারর হওয়া নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তি দাবি করে রিজভী বলেন, নির্বাচনের পূর্বে ক্ষমতাসীনদের কোন কৌশলই কাজে লাগবে না।
Posted ০৮:৫৫ | বুধবার, ১০ মে ২০২৩
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain