নিজস্ব প্রতিবেদক | বুধবার, ০৩ মে ২০২৩ | প্রিন্ট
আগামী শুক্রবার দিবাগত রাত ১১টা থেকে পরবর্তী ৭ ঘণ্টা (শনিবার সকাল ৬টা পর্যন্ত) খিলক্ষেত-বিমানবন্দর-উত্তরা হয়ে গাজীপুরগামী সড়ক ব্যবহার না করতে অনুরোধ জানিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।
এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই অনুরোধ জানিয়েছে বেবিচক।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী শুক্রবার (৫ মে) রাত ১১টা থেকে ৭ ঘণ্টা রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের সামনের সড়কে যানবাহন চলাচল সীমিত থাকবে। এ সময় ভারী ও মালবাহী যানবাহনকে বিমানবন্দর সড়কে না গিয়ে বিকল্প সড়ক ব্যবহারের অনুরোধ করা হয়েছে।
এর আগে গত ২৮ এপ্রিলও রাত ১১টা থেকে শনিবার সকাল ৬টা পর্যন্ত বিমানবন্দরের সামনের সড়কে যান চলাচল সীমিত রাখা হয়েছিল।
Posted ০৭:১৭ | বুধবার, ০৩ মে ২০২৩
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain