নিজস্ব প্রতিবেদক | বুধবার, ২৬ এপ্রিল ২০২৩ | প্রিন্ট
বেশ কিছুদিন আগে হৃদরোগে আক্রান্ত হন বলিউড অভিনেত্রী সুস্মিতা সেন। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে নিজেই সে খবর জানিয়েছিলেন অভিনেত্রী। তবে সম্প্রতি চালু হলো সুস্মিতা সেন অভিনীত ওয়েব সিরিজ, ‘আরিয়া-৩’-এর শুটিং।
এই আরিয়া ‘সিজন-৩’-এর শুটিং চলাকালীন হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন সুস্মিতা। অসুস্থতার সঙ্গে লড়াই করে আবারও কাজে ফিরলেন সুস্মিতা সেন।
‘ফিট অ্যান্ড ফাইন স্টার’ হিসেবে সবার কাছে বিশেষভাবে পরিচিত ‘বিবি নম্বর ওয়ান’ খ্যাত সুস্মিতা সেন। তবে মার্চ মাসে সোশ্যাল মিডিয়ায় সুস্মিতা লেখেন, দুই দিন আগে আমি হৃদরোগে আক্রান্ত হয়েছিলাম। অ্যাঞ্জিওপ্লাস্টি হয়েছে। স্টেন্ট বসেছে। তবে সবচেয়ে বড় কথা, আমার কার্ডিওলজিস্ট নিশ্চিত করেছেন, আমার মন বেশ বড়।
অনেক ভক্ত সোশ্যাল মিডিয়ায় এ অভিনেত্রীর বর্তমান শারীরিক অবস্থা জানতে চান। ভক্তদের এতো অনুরোধের কারণে সম্প্রতি নিজের শারীরিক পরিস্থিতি কেমন রয়েছে সেই আপডেট দিয়ে টুইটারে একটি ভিডিও পোস্ট করেন সুস্মিতা। সেই ভিডিওতে ‘আরিয়া’র তৃতীয় সিজনের শুটিংয়ের কিছু দৃশ্যের ছবি তুলে ধরেছেন অভিনেত্রী।
এ সিজনে ‘আরিয়া’তে তার ভূমিকা কেমন হবে তার আভাস দিয়ে ছবির সঙ্গে একটি ভিডিও শেয়ার করেছেন সুস্মিতা। যেখানে দুহাতে তলোয়ার চালাতে দেখা যায় এ অভিনেত্রীকে। তলোয়ার চালানোর সেই ভিডিও ক্যাপশনে সুস্মিতা লিখেছেন, ‘সে আরও নিষ্ঠুর। সে নির্ভীক। সে ফিরে এসেছে। আবার শুরু হলো শুটিং।
View this post on Instagram
পরিচালক রাম মাধবানি এবং সন্দীপ মোদী নির্মিত এ ডিজনি হটস্টার শো আসলে ডাচ ক্রাইম-ড্রামা পেনোজের একটি অফিশিয়াল রিমেক। এ গল্পটি একজন নারী এবং তার পরিবারকে ঘিরে তৈরি হয়েছে।
সুস্মিতা সেনের হৃদরোগে আক্রান্ত হওয়ায় শুটিং বন্ধ হয়ে যাওয়াতে অনেক ভক্তের মন ভেঙে যায়। তাই তাদের জন্য সুখবর দিতেই সোশ্যাল মিডিয়াতে তার ভিডিওটি পোস্ট করেন সুস্মিতা সেন। বর্তমানে তার শারীরিক সুস্থতা এবং আসছে সিরিজের আপডেট খবর পেয়ে তার ভক্তরাও দারুণ খুশি।
সূএ: জাগোনিউজ২৪.কম
Posted ০৮:৫২ | বুধবার, ২৬ এপ্রিল ২০২৩
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain