নিজস্ব প্রতিবেদক | শুক্রবার, ৩১ মার্চ ২০২৩ | প্রিন্ট
ঘরের মাঠে টানা দুই সিরিজে প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ করার হাতছানি নিয়ে আজ মাঠে নেমেছিল টাইগাররা। তবে আইরিশদের বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ে নেমে শুরুতেই হোঁচট খায় সাকিব-লিটনরা। একের পর এক উইকেট হারিয়ে বিপাকে পরে স্বাগতিক ব্যাটাররা। সবশেষ শামীম হাসানের অর্ধশতকে ভর করে ১২৪ রানের পুঁজি পায় বাংলাদেশ।
এর আগে দিনের শুরুতে আইরিশদের হোয়াইটওয়াশ করার লক্ষ্যে টসে জিতে ব্যাটিংয়ে নামে টাইগাররা। ব্যাট করতে নেমে শুরুতেই ওপেনার লিটন কুমার দাসকে হারায় স্বাগতিকরা। এরপর এই ওপেনারের দেখানো পথে হাঁটেন নাজমুল হোসেন শান্তও। পরবর্তীতে দলের হাল ধরার বদলে উল্টো চতুর্থ ওভারে সাজঘরের পথ ধরেন আরেক ওপেনার রনি তালুকদার।
এরপর ম্যাচের হাল ধরতে ব্যর্থ হয় টাইগারদের মিডেল অর্ডার ব্যাটাররাও। একে একে সাজঘরে ফিরেন সাকিব আল হাসান, তাওহীদ হৃদয়, রিশাদ হোসেন ও তাসকিন আহমেদ। তবে ইনিংসের শেষভাগে শামীম হোসেনের ব্যাটে প্রতিরোধ গড়ে তোলে টাইগাররা।
সবশেষ এই বাঁহাতির অপরাজিত রানে ভর করে স্কোরবোর্ডে ১২৪ রান তুলে সাকিবের দল। টাইগারদের হয়ে সর্বোচ্চ ৫১ রান করে শামীম। আর আইরিশদের হয়ে মার্ক আডায়ার নেন তিনটি উইকেট। দুইটি উইকেট নেন ম্যাট হ্যাম্প্রেইস।
Posted ১০:৪৪ | শুক্রবার, ৩১ মার্চ ২০২৩
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain