নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩ | প্রিন্ট
কাতারের রাজধানী দোহায় একটি ভবন ধসের ঘটনা ঘটেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত ১ জনের মৃত্যু হয়েছে। তবে ধ্বংসস্তূপের মধ্যে কেউ আটকা পড়ে রয়েছে কি না তা জানতে সেখানে তল্লাশি অভিযান চলছে। বুধবার (২২ মার্চ) কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে। কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ধসে পড়া চারতলা বিশিষ্ট ভবনটি দোহার বিন ডারহাম এলাকায় অবস্থিত।
উদ্ধারকারীরা সাতজনকে জীবিত উদ্ধার করেছে। তবে কী কারণে ভবনটি ধসে পড়েছে সে ব্যাপারে কোনো তথ্য দেয়নি কর্তৃপক্ষ। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে দেখা গেছে, ভবনটি ধসের পর গাড়িতে সংকেত বাজানো হচ্ছে।
ভবনটি ধসে পড়ার পর সিভিল ডিফেন্স ও পুলিশ ঘটনাস্থল ঘেরাও করে রাখে। তাছাড়া কয়েকটি অ্যাম্বুলেন্স ও খননকারী যন্ত্রও দেখা যায়। একই সঙ্গে স্থানীয়দের সেখান থেকে সরে যেতে বলা হয়েছে। সূত্র – আলজাজিরা
Posted ০৬:১৫ | বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain