নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ০৭ মার্চ ২০২৩ | প্রিন্ট
গুলিস্তানে বিআরটিসির বাস কাউন্টারের পাশে বিকট শব্দে বিস্ফোরণ ঘটেছে। এতে এখন পর্যন্ত অন্তত ১৫ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেনে অন্তত ৭০ জন। ঙ্গলবার বিকেলে ঘটে যাওয়া এ ঘটনাটি কেমন ভয়াবহ ছিল- তার বর্ণনা দিলেন একজন প্রত্যক্ষদর্শী। সাংবাদিকদের তিনি বললেন, ‘আমি ব্র্যাক ব্যাংকের পাশেই দাঁড়িয়ে ছিলাম। হঠাৎ প্রচণ্ড শব্দ শুনে বিল্ডিংয়ের সামনে এসে দেখি, বিল্ডিং থেকে প্রচণ্ড ধোয়া উড়ছে।’
তিনি আরো বলেন, ‘সেখানকার ইট, কাঠ ছিটকে এসে সামনে যারা ছিল, তাদের গায়ে পড়েছে, কেউ কেউ চাপা পড়েছে। বিল্ডিংয়ের সামনে কয়েকটা ভ্যান ছিল, সেগুলোর কয়েকজন চালক দেয়ালের নিচে চাপা পড়েছে। সামনের রাস্তায় একটা বাস জ্যামে দাঁড়িয়েছিল, সেই বাসটির এই পাশের সবগুলো কাঁচ ভেঙ্গে পড়েছে। বাসে যারা ছিল, তাদেরও অনেকে আহত হয়েছে।’ ‘আমি দেখি, বিল্ডিংয়ের সামনে অনেকে আহত হয়ে পড়ে আছেন, তাদের রক্ত পড়ছে। আশেপাশের সবাই ছুটে এসে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানোর চেষ্টা করছেন।’ বলছিলেন ওই প্রত্যক্ষদর্শী।
গত রোববার ঢাকার সায়েন্স ল্যাব এলাকায় এরকম একটি বিস্ফোরণে তিনজন নিহত আর অন্তত ১৪ জন আহত হয়েছিলেন। শনিবার চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি অক্সিজেন কারখানায় বিস্ফোরণে অন্তত ছয়জন নিহত হয়েছিল।
সূত্র : বিবিসি
Posted ১৪:১১ | মঙ্গলবার, ০৭ মার্চ ২০২৩
Swadhindesh -স্বাধীনদেশ | admin