শাহরিয়ার মিল্টন | শুক্রবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৩ | প্রিন্ট
শেরপুর : জাতীয় সংসদের উপনেতা সাবেক কৃষি মন্ত্রী বেগম মতিয়া চৌধুরী এমপি বলেছেন, আওয়ামী লীগ সরকারের আমলে তথা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে জাতির সার্বিক উন্নয়নের পাশাপাশি দেশর বৃহৎ উন্নয়নে আজ বাংলাদেশের চেহারা পাল্টে গেছে। করোনা পরবর্তী সময়ে দ্রæত এগিয়ে যাচ্ছে দেশ। তিনি শুক্রবার (২৪ ফেব্রæয়ারি) বিকালে নালিতাবাড়ী উপজেলা পরিষদের মুজিব শতবর্ষ মঞ্চে শীতবস্ত্র বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
মতিয়া চৌধুরী আরো বলেন, শেখ হাসিনার আমলে যোগাযোগ ও শিক্ষাসহ বিভিন্ন খাতে যে উন্নয়ন হয়েছে তা বলে শেষ করা যাবেনা। বিশেষ করে পদ্মা সেতু, রাজধানী ঢাকার মেট্রোরেল, কর্ণফুলি নদীর তলদেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল নির্মাণ এবং শিক্ষা খাতে যে উন্নয়ন হয়েছে তা অন্যকোনো দেশের বা সরকারের পক্ষে এত অল্প সময়ের মধ্যে সম্ভব হয়নি। আর এটা সম্ভব হয়েছে শুধুমাত্র প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কারনেই। সারা বাংলাদেশ যখন ঘুমিয়ে থাকেন, তখন প্রধানমন্ত্রী শেখ হাসিন জেগে থাকেন। তিনি সব সময় ভাবেন কিভাবে দেশের মানুষের সেবা যায়।
এ সময় উপস্থিত ছিলেন, নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা খৃষ্টফার হিমেল রিছিল, সহকারী কমিশনার (ভুমি) ঈফফাত জাহান তুলি, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তফা কামাল, সাধারন সম্পাদক ওয়াজ কুরুনী, পৌর মেয়র আবু বক্কর সিদ্দিক, অর্থ সম্পাদক গোপাল চন্দ্র সরকারসহ প্রমুখ ব্যাক্তিবর্গ। এদিন নালিতাবাড়ী উপজেলার প্রাথমিক ও ইবতেদায়ী মাদ্রাসার দ্বিতীয় শ্রণির টপটেনসহ মোট ২ হাজার ৭৭০ জন শিক্ষার্থীদের মাঝে একটি করে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়।
Posted ১৪:১৮ | শুক্রবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৩
Swadhindesh -স্বাধীনদেশ | admin