নিজস্ব প্রতিবেদক | শুক্রবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৩ | প্রিন্ট
ক্রিকেটের উত্তাপ ছড়াতে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড এখন ঢাকায়। শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) সকালে তিনটি ওয়ানডে এবং তিন টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলতে ঢাকায় পৌঁছায় ইংল্যান্ড ক্রিকেট দল। মূলত দুই ভাগ হয়ে ঢাকায় পা রাখে জস বাটলাররা। আজ সারাদিন বিশ্রাম নেবেন ইংলিশরা।
শনিবার (২৫ ফেব্রুয়ারি) সকালে মিরপুরের একাডেমি মাঠে এই সফরে প্রথমবারের মতো অনুশীলন করবেন তারা। আগামী ১ মার্চ থেকে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। বাংলাদেশ সময় দুপুর বারোটায় গড়াবে দিবা/রাত্রির ওয়ানডে সিরিজ। আর ৯ মার্চ শুর হবে শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ।
ঢাকায় পৌঁছেছে ইংল্যান্ড ক্রিকেট দল:
তিন ম্যাচের ওয়ানডে সিরিজ- ১ মার্চ- প্রথম ওয়ানডে, মিরপুর, দুপুর ১২টা। ৩ মার্চ- দ্বিতীয় ওয়ানডে, মিরপুর, দুপুর ১২টা। ৬ মার্চ- তৃতীয় ওয়ানডে, চট্টগ্রাম, দুপুর ১২টা।
তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ- ৯ মার্চ- প্রথম টি-টোয়েন্টি, চট্টগ্রাম, বেলা ৩টা। ১২ মার্চ- দ্বিতীয় টি-টোয়েন্টি, মিরপুর, বেলা ৩টা। ১৪ মার্চ- তৃতীয় টি-টোয়েন্টি, মিরপুর, বেলা ৩টা।
Posted ০৬:০২ | শুক্রবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৩
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain