নিজস্ব প্রতিবেদক | সোমবার, ২০ ফেব্রুয়ারি ২০২৩ | প্রিন্ট
দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নিতে আজ সোমবার বাংলাদেশে আসছেন চন্ডিকা হাথুরুসিংহে। আগামী দুই বছরের জন্য জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচের দায়িত্ব পালন করবেন হাথুরু। এর আগে ২০১৪ থেকে ২০১৭ সাল পর্যন্ত দলের দায়িত্ব পালন করেছেন এই লঙ্কান।
হাথুরার অধীনে ওয়ানডে ফরম্যাটে শক্তিশালী দলে পরিণত হয় বাংলাদেশ। তবে কোচ হিসেবে বাংলাদেশ থেকে বিদায়টা মোটেও সুখকর ছিল না। দক্ষিণ আফ্রিকা সফরে গিয়ে তিনি পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছিলেন। সেই ইতিহাস মাথায় রেখেই টেস্ট ও টি-টোয়েন্টিতে দলের পারফরম্যান্সের উন্নতির প্রত্যাশায় আগামী দুই বছরের জন্য তাকে কোচ হিসেবে নিয়োগ দেয় বিসিবি।
বাংলাদেশের হয়ে দ্বিতীয় অধ্যায়ে হাথুরুসিংহের প্রথম অ্যাসাইনমেন্ট হবে বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন সাদা বলের সিরিজটি। আগামী মাসে থ্রি লায়ন্সের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ।
Posted ০৬:০৬ | সোমবার, ২০ ফেব্রুয়ারি ২০২৩
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain