নিজস্ব প্রতিবেদক | শুক্রবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৩ | প্রিন্ট
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ পাহারা দিয়ে বিএনপির আন্দোলন ঠেকাতে পারবে না। ক্ষমতাসীনরা পালানোর পথ পাবে না।
শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) ১০ দাবিতে রাজধানীর মতিঝিলে পদযাত্রা কর্মসূচিতে এসব কথা বলেন ফখরুল।
তিনি বলেন, সরকারের অধীনে কোনো নির্বাচনে জনগণ যাবে না। এখনও সময় আছে, পদত্যাগ করুন। সংসদ বিলুপ্ত করুন। নতুন তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা তুলে দিন। ১৪ বছরে আওয়ামী লীগ বাংলাদেশকে ফতুর করে দিয়েছে। মানুষ গরিব হচ্ছে আর আওয়ামী নেতারা ফুলে ফুলে কলাগাছ হচ্ছে।
তিনি বলেন, আওয়ামী লীগ এই দেশটাকে অকার্যকর করে ফেলেছে, কোথাও কোনো সফলতা নেই। আওয়ামী লীগ মূলত সন্ত্রাসী দল, কোনোদিন নির্বাচিত হয়ে আসেনি। ভয় দেখিয়ে ত্রাসের রাজত্ব করে ক্ষমতা দখল করে রেখেছে।
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির এই পদযাত্রা গোপীবাগ থেকে শুরু হয়ে পল্টনে গিয়ে শেষ হবে।
Posted ১৫:১৯ | শুক্রবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৩
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain