রবিবার ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

রাষ্ট্রপতি প্রার্থী সাহাবুদ্দিনকে নিয়ে যা বললেন কাদের

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৩ | প্রিন্ট

রাষ্ট্রপতি প্রার্থী সাহাবুদ্দিনকে নিয়ে যা বললেন  কাদের

বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হতে যাচ্ছেন সাহাবুদ্দিন চুপ্পু। রাষ্ট্রপতি হিসেবে আওয়ামী লীগের পক্ষ থেকে তার নাম দাখিল করা হয়েছে নির্বাচন কমিশনে। মনোনয়ন জমা দেওয়ার পর সাহাবুদ্দীন চুপ্পুর বিষয়ে কথা বলেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

 

আজ (১২ ফেব্রুয়ারি) বেলা ১১টায় রাজধানীর আগারগাঁওস্থ নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের ব্রিফিং করেন সেতুমন্ত্রী।

ওবায়দুল কাদের বলেন, ‘ঐতিহ্যবাহী রাজনৈতিক প্রতিষ্ঠান বাংলাদেশ আওয়ামী লীগ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে মো. সাহাবুদ্দিনকে মনোনয়ন প্রদান করেছে।

 

কাদের বলেন, ‘বাংলাদেশ আওয়ামী লীগের মাননীয় সভাপতি আওয়ামী লীগ সংসদীয় দলের নেতা বাংলাদেশ আওয়ামী লীগের পার্লামেন্ট পার্টির প্রধান বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদীয় পার্টি তার ওপর গত ৭ ফেব্রুয়ারি যে দায়িত্ব সর্বসম্মতিক্রমে অর্পণ করেছেন তিনি এই মনোনয়ন চূড়ান্ত করেছেন। মো. সাহাবুদ্দিন পেশায় একজন আইনজীবী এবং বাংলাদেশ আওয়ামী লীগের বর্তমানে উপদেষ্টাদণ্ডলীর সদস্য।

 

সেতুমন্ত্রী বলেন, ‘তিনি (সাহাবুদ্দিন) ১৯৪৯ সালে পাবনা জেলা জন্মগ্রহণ করেন। তিনি ইতিপূর্বে সিনিয়র জেলা ও দায়রা জজ দুর্নীতি দমন কমিশনের একজন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি ১৯৭১ সালে পাবনা জেলা স্বাধীন বাংলা পরিষদের আহ্বায়ক ছিলেন। মহান মুক্তিযুদ্ধে তিনি প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করেন। বঙ্গবন্ধু হত্যার পর দীর্ঘ তিন বছর কারাগারে বন্দি ছিলেন। ১৯৮২ সালে তিনি বিসিএস বিচার বিভাগে যোগদান করেন। ৯৫ সালে জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের মহাসচিব হিসেবে নির্বাচিত।

 

কাদের আরও বলেন, ‘সাহাবুদ্দিন বঙ্গবন্ধু হত্যা মামলার আইন মন্ত্রণালয় কর্তৃক নিযুক্ত কোঅরডিনেটর হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ২০০১ সালে সাধারণ নির্বাচন পরবর্তী সময়ে বিএনপি-জামায়াত জোটের নেতাকর্মীদের দ্বারা সংগঠিত হত্যা ও লুণ্ঠন এবং মানবতাবিরোধী কর্মকাণ্ডের অনুসন্ধানে গঠিত বিচার বিভাগীয় তদন্ত কমিশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ছাত্রজীবনে পাবনা জেলা ছাত্রলীগের সভাপতি ছিলেন। ১৯৭৪ সালে পাবনা জেলা যুবলীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৭৫ সালে সংগঠিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের নির্মম হত্যাকাণ্ডের পর তিনি কারাবরণ করেন। তিনি বাংলাদেশ আওয়ামী লীগের সর্বশেষ পৌর কাউন্সিলে নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন। ব্যক্তিগত জীবনে তিনি এক পুত্র সন্তানের পিতা।

Facebook Comments Box
advertisement

Posted ০৭:২১ | রবিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৩

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১  
Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com