নিজস্ব প্রতিবেদক | বুধবার, ০৮ ফেব্রুয়ারি ২০২৩ | প্রিন্ট
অদ্ভুত এক চুরির ঘটনা ঘটেছে ভারতের বিহারে। দুই কিলোমিটার দীর্ঘ রেললাইন উধাও করে দেওয়া হয়েছে। ঘটনাটি প্রকাশ্যে এসেছে গত ২৪ জানুয়ারি।
ইন্ডিয়া টাইমসের খবর অনুসারে, রাজ্যের সমস্তিপুরের লোহাত সুগার মিল থেকে পান্ডাউল রেলস্টেশন পর্যন্ত এই লাইন পাতা ছিল। সুগার মিলটি এখন বন্ধ। চোরেরা এই সুযোগ কাজে লাগিয়ে রেললাইন তুলে ডিলারের কাছে বিক্রি করে দিয়েছে।
রেলওয়ে কর্মকর্তাদের ভাষ্য, রেল পুলিশের একাংশের সহযোগিতায় এই চুরির ঘটনা ঘটেছে। এর জেরে পুলিশের দুই সদস্যকে বরখাস্ত করা হয়েছে। সমস্তিপুর জেলা রেলওয়ে ম্যানেজার ঘটনা তদন্তে একটি কমিটি গঠন করেছে।
বিহারে রেললাইন চুরির ঘটনা এবারই প্রথম নয়। তবে এর আগে এভাবে দুই কিলোমিটার রেললাইন চুরির ঘটনা জানা যায়নি। এ ঘটনায় রেলরক্ষী বাহিনী (আরপিএফ) একটি জিডি (সাধারণ ডায়েরি) করেছে।
Posted ০৫:৫৫ | বুধবার, ০৮ ফেব্রুয়ারি ২০২৩
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain