নিজস্ব প্রতিবেদক | বুধবার, ০১ ফেব্রুয়ারি ২০২৩ | প্রিন্ট
অবশেষে বাংলাদেশের প্রধান কোচ হয়েই ফিরছেন চান্ডিকা হাথুরুসিংহে। মঙ্গলবার সন্ধ্যায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন হাথুরুর কোচ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে প্রধান কোচ হাথুরুর সঙ্গে সহকারী কোচ হিসেবেও একজনকে নিয়োগ দিতে চায় বিসিবি।
জানা গেছে, হাথুরুর সহকারী হিসেবে কাজ করতে বেশ কয়েকজন আগ্রহ প্রকাশ করেছেন। ইতোমধ্যেই তাদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে বিসিবি। এমনকি সেসব কোচদের সংক্ষিপ্ত তালিকা তৈরীর কাজও শেষ করেছে বোর্ডটি। ফেব্রুয়ারির শেষের দিকে সেসব আগ্রহী কোচরা সাক্ষাৎকার দিতে বাংলাদেশে পা রাখবেন বলে নিশ্চিত করেছেন বিসিবি সভাপতি।
এ প্রসঙ্গে নাজমুল হাসান পাপন বলেন, ‘আমরা একজন সহকারী কোচও নিয়োগ দিব, এই তালিকায় ৫জন আছে। এদের মধ্যে উপমহাদেশের আছে ৩ জন। তারা ২৫ তারিখের মাঝে দেশে এসে সাক্ষাৎকার দিবে।’
Posted ০৫:৩৬ | বুধবার, ০১ ফেব্রুয়ারি ২০২৩
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain