নিজস্ব প্রতিবেদক | শুক্রবার, ২৭ জানুয়ারি ২০২৩ | প্রিন্ট
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসরে ঢাকা, চট্টগ্রাম হয়ে আবারো ঢাকার দ্বিতীয় পর্বের মধ্য দিয়ে শেষ হলো তিন পর্ব। বাকি ছিলো কেবল সিলেট। আজ চায়ের নগরীতেও মাঠে গড়ালো বিশ ওভারের এই আসর। আজকের দ্বিতীয় খেলায় ভাগ্য বদল করতে বরিশালের মুখোমুখি হয় চট্টগ্রাম।
টস হেরে শুরুতে ব্যাট করে নির্ধারিত ২০ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে চট্টগ্রাম ১৬৮ রান সংগ্রহ করে। আজকের খেলায় ১৬৯ রানের লক্ষ্য নিয়ে ব্যাটিংয়ে নামবে সাকিবের বরিশাল।
সন্ধ্যা ৭ টায় মুখোমুখি হয় ফরচুন বরিশাল ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। বরিশাল অনেকটা ফুরফুরে থাকলেও চট্টগ্রামের জন্য ম্যাচটা গুরুত্বপুর্ন।
এমন ম্যাচে দুই দলই চাইবে জিততে। আর এজন্য নিজেদের সেরা একাদশ নিয়েই মাঠের লড়াইয়ে নেমেছে দুই দল।
সিলেট পর্বে দিনের দ্বিতীয় খেলায় সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে ব্যাটিং করতে পাঠিয়েছেন ফরচুন বরিশালের অধিনায়ক সাকিব আল হাসান।
শুরুতে খুব একটা সুবিধা করতে না পারলেও শেষের দিকে এসে ভালোই রান তুলে চট্টগ্রাম। চট্টগ্রামের হয়ে ম্যাক্স ও ডাউট ৩৩ রান, আফিফ হোসেন ৩৭ রান ও কার্টিস ক্যামফেয়ার অপরাজিত থাকেন ৪৫ রানে।
বরিশালের হয়ে খালেদ ও কামরুল ইসলাম ২ টি করে উইকেট পান।
দেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলতি আসরে দুর্দান্ত ফর্মে রয়েছে ফরচুন বরিশাল। পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে তারা। অন্যদিকে, হারের বৃত্ত ভেঙে বের হতেই পারছে না গেল আসরে দুর্দান্ত খেলা চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।
এখন পর্যন্ত আসরে ৭ ম্যাচে ৫ জয় ও ২ হার দিয়ে ১০ পয়েন্ট নিয়ে সাকিবের বরিশাল রয়েছে তালিকার দ্বিতীয়তে। আর সমান ম্যাচ খেলে ২ জয় ও ৫ হার দেখা চট্টগ্রামের পয়েন্ট মাত্র ৪। অবস্থান সবার শেষে।
Posted ১৫:৪৩ | শুক্রবার, ২৭ জানুয়ারি ২০২৩
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain