নিজস্ব প্রতিবেদক | শুক্রবার, ২৭ জানুয়ারি ২০২৩ | প্রিন্ট
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি-জামায়াত জোটের আন্দোলন অদৃশ্য রিমোট কন্ট্রোলে চলছে। দেশে আজগুবি যত খবর, তা ছড়াচ্ছে বিএনপি ও তার দোসররা।
আজ বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত যৌথসভায় এ কথা বলেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, বিএনপি-জামায়াত জোট বিদেশিদের দিকে তাকিয়ে আছে। বাংলাদেশকে নিষেধাজ্ঞা দিতে তারা বিদেশিদের সঙ্গে লবিং করছে। আওয়ামী লীগবিরোধী বেশ কিছু অপশক্তি নিয়ে নতুন করে জোট গঠন করেছে বিএনপি।
তিনি আরো বলেন, বিএনপি ও সমমনা দলগুলোর কর্মসূচিতে কোনো সংঘাতের উসকানি না দিতে নির্দেশ দিয়েছেন আওয়ামী সভাপতি শেখ হাসিনা। তবে আগামী জাতীয় নির্বাচন পর্যন্ত প্রতিদিন কর্মসূচি করবে আওয়ামী লীগ।
যৌথসভায় উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, কামরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ প্রমুখ।
Posted ১৫:২৯ | শুক্রবার, ২৭ জানুয়ারি ২০২৩
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain