নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ২৪ জানুয়ারি ২০২৩ | প্রিন্ট
লম্বা বিরতির পর আবারও আলোচনায় জনপ্রিয় জুটি শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোন। মুক্তির আগেই তাদের ‘পাঠান’ ছবির অগ্রিম টিকিটের জন্য হাহাকার পড়ে গেছে ভারতের প্রেক্ষাগৃহে। পর্দায় বলিউড দর্শকের অন্যতম পছন্দ এ জুটি। সম্প্রতি প্রযোজনা প্রতিষ্ঠান যশরাজ ফিল্মস একটি ভিডিও শেয়ার করেছে। সেখানে দীপিকা শাহরুখের সঙ্গে তার জাদুকরী রসায়ন সম্পর্কে বলেন।
ওই ভিডিওতে শাহরুখ খান ও নিজেকে ভাগ্যবান বলেছেন দীপিকা। এর কারণ হিসেবে তিনি বলেন, ‘শাহরুখ আর আমার কিছু অসাধারণ সিনেমায় আমরা একসঙ্গে কাজ করার সুযোগ পেয়েছি। ওম শান্তি ওম দিয়ে এর শুরু। আমার প্রিয় সহঅভিনেতা শাহরুখের সঙ্গে কাজ করছি। আমাদের সম্পর্ক চমৎকার। আমি মনে করি, দর্শক সিনেমায় সবসময় এর প্রতিফলন উপভোগ করে।’
পাঠান সিনেমার মাধ্যমে আরো একটি ব্লকবাস্টার হিট সিনেমা উপহার দিতে যাচ্ছেন শাহরুখ-দীপিকা জুটি। তবে এটিকে পুরো টিমের সাফল্য বলেই বিশ্বাস করেন দীপিকা। তার মতে, অভিনেতা, পরিচালক, সিনেমাটোগ্রাফার, স্টাইলিস্ট, মেক-আপ টিম সবাই মিলে একটি সিনেমাকে সফল করে তোলেন। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা দুজনই এর ক্রেডিট নিতে পারি। কঠোর ডায়েট ও ব্যায়ামের মাধ্যমে সে নিজেকে প্রস্তুত করেছে। তাই আমরা দুজন আলাদাভাবে আমাদের কাজের জন্য ক্রেডিট নিতে পারি। কিন্তু দিন শেষে এ ক্রেডিট সম্পূর্ণ টিমের প্রাপ্য।’
নিজের সিনেমা ক্যারিয়ারে পাঠানকে খুবই বিশেষ মনে করেন দীপিকা। এ সিনেমায় নির্দয় এক স্পাইয়ের চরিত্রে দেখা যাবে তাকে। দুর্দান্ত সব অ্যাকশন দৃশ্যে তাকে দেখতে মুখিয়ে আছে দর্শক। এ বিষয়ে দীপিকা বলেন, ‘এ সিনেমায় আমার চরিত্রটি উদ্দীপনায় ভরপুর। এমন চরিত্রে আমি আগে কখনো অভিনয় করিনি। স্পাই থ্রিলার ঘরানার সম্পূর্ণ অ্যাকশননির্ভর সিনেমায়ও এর আগে আমাকে দেখা যায়নি।’
নিজেদের একটি স্পাই ইউনিভার্স গঠনের স্বপ্ন দেখছেন যশরাজ ফিল্মসের কর্ণধার আদিত্য চোপড়া। পাঠান সে প্রকল্পের অংশ। শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোনের পাশাপাশি এতে আরেক বলিউড সুপারস্টার জন আব্রাহামকে দেখা যাবে। ২৫ জানুয়ারি সিনেমাটি মুক্তি পাবে। হিন্দি, তামিল ও তেলেগু- একযোগে এ তিন ভাষায় মুক্তি পাবে পাঠান।
Posted ০৬:০৮ | মঙ্গলবার, ২৪ জানুয়ারি ২০২৩
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain