নিজস্ব প্রতিবেদক | শনিবার, ২১ জানুয়ারি ২০২৩ | প্রিন্ট
স্প্যানিশ কোপা দেল রের কোয়ার্টার ফাইনালে এবার একটা জমজমাট লড়াই হবে বলেই আশা করা যায়। শেষ চার নিশ্চিতের লড়াইয়ে লড়াকু দুই প্রতিপক্ষকে পেয়েছে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ।
কোয়ার্টারে রিয়াল মাদ্রিদের সামনে শক্তিশালী অ্যাথলেটিকো মাদ্রিদ। বলাই যায়, হাইভোল্টেজ ম্যাচ অপেক্ষা করছে ভক্তদের জন্য। একই প্রতিযোগিতায় বার্সালোনা পেয়েছে তুলনামূলক মোটামুটি শক্তিশালী রিয়াল সোসিয়েদাদকে।
শুক্রবার (২০ জানুয়ারি) কোপা দেল রের কোয়ার্টার ফাইনালের ড্র অনুষ্ঠিত হয়। এই ড্রয়ে আরেকবার মাদ্রিদ ডার্বি দেখার সুযোগ পেতে যাচ্ছেন দর্শকরা। ম্যাচটি অনুষ্ঠিত হবে রিয়ালের ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে।
এদিকে বার্সালোনা কোচ জাভির চাওয়াটা যেন পূর্ণ হয়েছে। তিনি বলেছিলেন, আশাকরি কোয়ার্টার ফাইনাল ম্যাচটি বার্সালোনার মাঠেই হবে। হয়েছেও সেটাই। সোসিয়েদাদের বিপক্ষে ম্যাচটি হবে ন্যু ক্যাম্পেই।
এছাড়া অন্য দুটি ম্যাচে মুখোমুখি হবে ওসাসুনা-সেভিয়া এবং ভ্যালেন্সিয়া-অ্যাথলেটিকো বিলবাও। ম্যাচগুলা মাঠে গড়াবে আগামী ২৪ থেকে ২৬ জানুয়ারি সময়ে। তবে সূচি এখনও চূড়ান্ত করেনি কর্তৃপক্ষ।
উল্লেখ্য, রাউন্ড অব সিক্সটিনে রিয়াল মাদ্রিদ ৩-২ গোলে ভিলারিয়ালকে আর বার্সেলোনা ৫-০ গোলে সেল্টাকে পরাজিত করে। অ্যাথলেটিকো মাদ্রিদ ২-০ গোলে লেভান্তেকে আর রিয়াল সোসিয়েদাদ ১-০ গোলে মায়োর্কাকে পরাজিত করে।
Posted ০৬:৩২ | শনিবার, ২১ জানুয়ারি ২০২৩
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain