নিজস্ব প্রতিবেদক | শনিবার, ২১ জানুয়ারি ২০২৩ | প্রিন্ট
এবার বলিউডে নাম লেখাতে যাচ্ছেন আরও এক স্টার কিড। ভারতীয় গণমাধ্যমের হিন্দুস্তান টাইমস জানিয়েছে, রাবিনা ট্যান্ডনের মেয়ে রাশা ট্যান্ডন প্রথমবারের মতো সিনেমায় কাজ করতে যাচ্ছেন।
জানা গেছে, অভিষেক কাপুর তার আগামী সিনেমার জন্য রাশাকে সাইন করিয়েছেন। তবে সিনেমার কাহিনি, চিত্রনাট্য ও রাশার চরিত্র কী হবে সে বিষয়ে কোনো তথ্য জানা যায়নি।
এটুকু জানা যাচ্ছে, সিনেমায় রাশা কাজ করবেন সিংঘাম তারকা অজয় দেবগনের ভাইয়ের ছেলে আমান দেবগনের বিপরীতে। অজয়ও থাকছেন এ সিনেমায়। এতে অজয় ব্যতিক্রমী এক চরিত্রে অভিনয় করছেন, যে চরিত্রে এ জনপ্রিয় অভিনেতাকে আগে কখনও দেখা যায়নি। চলতি বছরের গ্রীষ্মকালে সিনেমার শুটিং শুরু হবে।
নির্মাতা অভিষেক কাপুর এর আগেও নতুনদের ব্রেক দিয়েছেন। তার হাত ধরেই বলিউডে সাড়া ফেলেছেন সুশান্ত সিং রাজপুত (প্রয়াত), ফারহান আখতার, রাজকুমার রাও, সারা আলি খান প্রমুখ।
Posted ০৬:১৫ | শনিবার, ২১ জানুয়ারি ২০২৩
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain