নিজস্ব প্রতিবেদক | সোমবার, ১৬ জানুয়ারি ২০২৩ | প্রিন্ট
দীর্ঘ ৩০ বছর পালিয়ে থাকার পর শেষ পর্যন্ত পুলিশের কাছে ধরা পড়েছে ইতালির ‘মোস্ট ওয়ান্টেড’ মাফিয়া বস মাত্তেও মেসিনা ডেনারো।
সোমবার (১৬ জানুয়ারি) স্থানীয় সময় সকালে দেশটির দক্ষিণের স্বায়ত্তশাসিত অঞ্চল সিসিলির রাজধানী পালেরমোর একটি বেসরকারি ক্লিনিক থেকে তাকে গ্রেফতার করা হয়।
৬০ বছর বয়সী মেসিনা ডেনারো সেখানে চিকিৎসা নিতে অজ্ঞাত পরিচয়ে ভর্তি হয়েছিলেন। গ্রেফতারের পর তাকে ক্যারাবিনিয়েরি সদস্যরা একটি গোপন স্থানে নিয়ে গেছে।
মাত্তেও মেসিনাকে সিসিলির কুখ্যাত কোসা নস্ট্রা মাফিয়ার বস হিসেবে বিবেচিত। সিসিলিয়ান মাফিয়া সদস্যরা নিজেদের সংগঠনকে কোসা নস্ট্রা নামে ডাকেন। সদস্যরা নিজেদের পরিচয় দেন ‘মেন অব অনার’ হিসেবে।
মেসিনা ডেনারোকে ১৯৯২ সালে মাফিয়া বিরোধী আইনজীবী জিওভানি ফ্যালকোন এবং পাওলো বোরসেলিনো হত্যাকাণ্ডে সহযোগিতা করায় তাকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয়।
এর পরের বছরই ফ্লোরেন্স, রোম এবং মিলানে বোমা হামলা চালিয়ে ১০ জনকে হত্যা করার দায়ে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়।
এ ছাড়া অপর মাফিয়া গোষ্ঠীর সদস্য মাফিওসোর ১১ বয়সী ছেলে জিউসেপ ডি মাত্তেওকে অপহরণ, নির্যাতন এবং হত্যার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
মোস্ট ওয়ান্টেড মাফিয়া বস মাত্তেও মেসিনা ডেনারো গ্রেফতারে দেশের সশস্ত্র বাহিনীকে ধন্যবাদ জানিয়েছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি।
এক টুইটবার্তায় তিনি বলেন, ‘এটি দেশের জন্য একটি মহান বিজয়।’ সূত্র: বিবিসি
Posted ১৬:১৪ | সোমবার, ১৬ জানুয়ারি ২০২৩
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain