নিজস্ব প্রতিবেদক | রবিবার, ১৫ জানুয়ারি ২০২৩ | প্রিন্ট
সরকার ভুল পন্থা গ্রহণ করে বিদ্যুৎ উৎপাদনের সিদ্ধান্ত নিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু।
তিনি বলেন, সরকার নিজেই প্রজ্ঞাপন দিয়ে বিদ্যুতের দাম বাড়িয়েছে। সরকারের ভুল সিদ্ধান্তের কারণে জনগণকে মাশুল দিতে হচ্ছে।
রোববার (১৫ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় রাজধানীর আসাদ গেটে নিজ বাসায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য টুকু বলেন, এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) সরকারের আজ্ঞাবহ প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। এনার্জি কমিশনকে পাশ কাটিয়ে বিদ্যুতের দাম বাড়ার কারণে, বর্তমানে দেশে কৃষিপণ্যের উৎপাদন ব্যয় বেড়ে যাবে।
এ সময় তিনি বলেন, দুর্নীতি করতে, গরীবকে আরও গরীব বানাতে গণবিরোধী এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএফএম) সংস্কার পরামর্শের কারণে বিদ্যুতের দাম আরও বাড়তে পারে বলেও আশঙ্কা করছেন এই নেতা।
টুকু আরও বলেন, বিদ্যুৎসহ সবকিছুর দাম বৃদ্ধিতে সাধারণ মানুষের জীবন দুর্বিষহ হয়ে পড়েছে।
Posted ০৮:১২ | রবিবার, ১৫ জানুয়ারি ২০২৩
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain