নিজস্ব প্রতিবেদক | বুধবার, ১১ জানুয়ারি ২০২৩ | প্রিন্ট
নববর্ষের পার্টিতে তোলা ছবি সামাজিকযোগাযোগ মাধ্যমে দিয়ে বিপাকে পড়েছেন পাকিস্তানি অভিনেত্রী সাদিয়া খান। ছবিতে শাহরুখপুত্র আরিয়ানের সঙ্গে দেখা গেছে সাদিয়াকে। এরপরই তাদের প্রেমের গুঞ্জন ছড়ায়। তবে তা সত্যি নয় বলে দাবি করেছেন সাদিয়া।
সিটি টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, পুরো ঘটনা না জেনে মানুষ যেভাবে আমাকে ও আরিয়ানকে নিয়ে গল্প বানাচ্ছে তা খুবই অদ্ভুত। সংবাদের নামে যা চলছে তার একটা সীমা থাকা উচিত। একসঙ্গে ছবি তোলার মানে এই নয় আমরা প্রেম করছি। শুধু আমিই আরিয়ানের সঙ্গে ছবি তুলেছি তা নয়। আরও অনেকেই তার সঙ্গে ছবি তুলেছে। তারাও সেসব ছবি আপলোড করছে। কিন্তু আমার ছবিটিই ভাইরাল হয়ে গেছে।
সাদিয়া আরও বলেছেন, আরিয়ান খুবই মিষ্টি ও ভদ্র একটা ছেলে। আমাদের সম্পর্কে এসব ভিত্তিহীন গুজন ছড়ানো বন্ধ করুন। ভালোবাসতে ও শ্রদ্ধা করুতে শিখুন।
Posted ০৬:৪০ | বুধবার, ১১ জানুয়ারি ২০২৩
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain