নিজস্ব প্রতিবেদক | বুধবার, ১১ জানুয়ারি ২০২৩ | প্রিন্ট
ইউক্রেনের সেনাদেরকে শিগগিরই মার্কিন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্যাট্রিয়ট মোতায়েন ও তা পরিচালনার প্রশিক্ষণ দিতে শুরু করবে আমেরিকা।
রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ব্যবহার করার জন্য সম্প্রতি ইউক্রেনকে প্যাট্রিয়ট সরবারের প্রতিশ্রুতি দিয়েছে ওয়াশিংটন। এবার ওই ব্যবস্থা পরিচালনার প্রশিক্ষণ দেয়ার কথা ঘোষণা করলো মার্কিন সরকার।
গতকাল মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগনের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল প্যাট রাইডার।
তিনি বলেন, আগামী সপ্তাহ থেকে ওকলাহোমা অঙ্গরাজ্যের ফোর্ট সিলে ইউক্রেনের সেনাদেরকে প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পরিচালনার প্রশিক্ষণ দেয়ার কাজ শুরু হবে।
রাইডার বলেন, এই ব্যবস্থা কীভাবে পরিচালনা, রক্ষণাবেক্ষণ ও সংরক্ষণ করতে হয় সে বিষয়ে ইউক্রেনের মোটামুটি ৯০ থেকে ১০০ সেনাকে প্রশিক্ষণ দেয়া হবে। কয়েক মাস ধরে এ প্রশিক্ষণ চলবে।
গত বছরের ফেব্রুয়ারি মাসে রাশিয়া ইউক্রেনে হামলা শুরু করার পর থেকেই রুশ বিমান হামলা প্রতিহত করতে কিয়েভ ওয়াশিংটনের কাছে প্যাট্রিয়ট ব্যবস্থা চেয়ে আসছিল। তবে এতদিন ধরে আমেরিকা ইউক্রেনকে শত শত কোটি ডলারের সমরাস্ত্র দিয়ে আসলেও প্যাট্রিয়ট দিতে অস্বীকৃতি জানিয়ে আসছিল।
কিন্তু শেষ পর্যন্ত গতমাসে ওয়াশিংটন কিয়েভকে একটি প্যাট্রিয়ট ব্যাটারি দিতে সম্মত হয়। এই ব্যবস্থা প্রাথমিকভাবে শুধু যুদ্ধবিমান প্রতিহত করার কাজে তৈরি করা হলেও ১৯৮০’র দশকে এটিকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করার উপযোগী করা হয়।
সূত্র : ওয়াশিংটন পোস্ট।
Posted ০৬:৩৬ | বুধবার, ১১ জানুয়ারি ২০২৩
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain