নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ১০ জানুয়ারি ২০২৩ | প্রিন্ট
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসরে ঢাকার প্রথম পর্বের খেলা শেষ হচ্ছে আজ। মঙ্গলবার দিনের প্রথম ম্যাচে ফরচুন বরিশালের মুখোমুখি রংপুর রাইডার্স। যেখানে আগে ব্যাট করে ভালো সংগ্রহ পেয়েছে নুরুল হাসান সোহানের দল।
মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে নির্ধারিত ২০ ওভারে রংপুরের সংগ্রহ ৭ উইকেটে ১৫৮ রান।
নিজেদের প্রথম ম্যাচে ফরচুন বরিশালের অধিনায়কত্ব করেছিলেন মেহেদী হাসান মিরাজ। তবে এদিন টস করেন সাকিব আল হাসান। এখন থেকে তিনিই দলের নিয়মিত অধিনায়কের দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছে বরিশাল ম্যানেজমেন্ট।
এ অবস্থায় টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন বরিশাল অধিনায়ক সাকিব। বল হাতে ইনিংসের প্রথম ডেলিভারিতেই নাঈম শেখকে সাজঘরে ফেরান তিনি। এদিন ব্যাট হাতে তেমন কিছু করতে পারেননি মাহেদী হাসান (৬) ও সিকান্দার রাজাও (২)।
৪১ রানে তিন উইকেট হারানো রংপুরের হয়ে এরপর হাল ধরেন রনি তালুকদার ও নুরুল হাসান সোহান। ব্যক্তিগত ৪০ রানে রনি ফিরলে ভাঙে এই জুটি। এরপর ফের নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে রাইডার্স।
সোহান ১২ রানে ফিরলেও একপ্রান্তে একাই লড়ে যান শোয়েব মালিক, তুলে নেন ফিফটি। মূলত তার অপরাজিত ৫৪ রানের কল্যাণেই লড়াকু সংগ্রহ পায় রংপুর। শেষদিকে তাকে সঙ্গ দেওয়া রবিউল হক খেলেন অপরাজিত ১৮ রানের ইনিংস।
রংপুরের আর কেউই দুই অংকের ঘরে রান করতে পারেননি। বরিশালের হয়ে চতুরঙ্গ ডি সিলভা ও মেহেদী হাসান মিরাজ দুটি এবং সাকিব আল হাসান, এবাদত হোসেন ও করিম জানাত একটি করে উইকেট শিকার করেন।
Posted ১০:৩৭ | মঙ্গলবার, ১০ জানুয়ারি ২০২৩
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain