নিজস্ব প্রতিবেদক | বুধবার, ২৮ ডিসেম্বর ২০২২ | প্রিন্ট
ঢাকায় মেট্রোরেল প্রকল্পের অন্যতম অংশীদার জাপান। এই প্রকল্পের উত্তরা দিয়াবাড়ি থেকে আগারগাঁও পর্যন্ত উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মেট্রোরেলের উদ্বোধন উপলক্ষ্যে উত্তরার দিয়াবাড়ী প্রান্তে আয়োজিত সুধী সমাবেশে বক্তব্য দেন জাপান রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি। বক্তব্যের শুরুতে উপস্থিত সুধীজনদের সালাম দেন তিনি। এসময় উপস্থিত অতিথিরা তাকে করতালি দিয়ে সম্ভাষণ জানান।
জাপানের রাষ্ট্রদূত বলেন, ‘ঢাকায় মেট্রোরেলের এই মুহূর্তটি জাপান-বাংলাদেশ সম্পর্কের জন্য মাহেন্দ্রক্ষণ। দুদেশের সম্পর্কের মধ্যে এটি নতুন দিগন্তের সূচনা করবে।
এর আগে বেলা ১১টা ৫ মিনিটে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেট্রোরেলের উদ্বোধনী ফলক উন্মোচন করেন। এসসময় সরকারপ্রধানের সঙ্গে ছিলেন ছোট বোন শেখ রেহানা।
অন্যদের মধ্যে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলামসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, মেট্রোরেল নির্মাণে ব্যয় হচ্ছে ৩৩ হাজার ৪৭২ কোটি টাকা। এর মধ্যে সরকারি তহবিল থেকে ১৩ হাজার ৭৫৩ কোটি টাকা। বাকি ১৯ হাজার ৭১৮ কোটি টাকা জাপানের আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা) থেকে ঋণ নেওয়া হয়েছে।
Posted ০৮:৫৫ | বুধবার, ২৮ ডিসেম্বর ২০২২
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain