নিজস্ব প্রতিবেদক | বুধবার, ২৮ ডিসেম্বর ২০২২ | প্রিন্ট
মেট্রোরেল উদ্বোধনের মধ্য দিয়ে সরকারের মুকুটে যুক্ত হলো আরেকটি হীরন্ময় পালক বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, মেট্রোরেলে করে প্রধানমন্ত্রী দেখিয়েছেন, ‘ইয়েস, উই ক্যান।
ওবায়দুল কাদের আরো বলেন, বিশ্বব্যাংক অপবাদ দিতে পারে। তারা অপবাদ দিয়েছে। আমরা বীরের জাতি। আমরা চোরের জাতি নই। মানুষ বলে শেখের বেটি দেখিয়ে দিয়েছে।
আজ সকাল ১১টায় উত্তরার ১৫ নং সেক্টরের খেলার মাঠে সভাপতির বক্তব্যে ওবায়দুল কাদের এসব কথা বলেন। এর আগে প্রধানমন্ত্রী মেট্রোরেলের নাম ফলক উন্মোচন করেন।
সেতুমন্ত্রী বলেন, অনেকের মনে জ্বালা। অন্তর জ্বালায় মরে। বড়ই অন্তর জ্বালা। শত রাস্তা, শত সড়ক এক দিনে। কোথাও দেখেছেন? ভূগোলেও নেই। এ নিয়ে অনেকের জ্বালা।
বিএনপিকে ইঙ্গিত করে ওবায়দুল কাদের বলেন, মেট্রোরেল নিয়ে কিছু বলতে পারে না। দুর্নীতি নিয়ে কিছু বলতে পারে না। এখন বলছে ভাড়া বেশি।
তিনি বলেন, আজ বাংলাদেশের জনগণের জন্য একটি আনন্দের দিন। রাজধানীবাসীর দীর্ঘ প্রতিক্ষিত স্বপ্ন পূরণের দিন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য ও সুদক্ষ নেতৃত্বে দেশের মানুষ একের পর এক অর্জন করছে স্বাধীনতার সুবর্ণ ফসল।
প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে তিনি বলেন, মেট্রোরেলের উদ্বোধনের মধ্য দিয়ে আপনার সরকারের সাফল্যের মুকুটে যোগ হতে যাচ্ছে আরেকটি হীরন্ময় পালক। আজ মেট্রোরেল স্বপ্ন নয়। মেট্রোরেল দৃশ্যমান বাস্তবতা।
Posted ০৭:০৭ | বুধবার, ২৮ ডিসেম্বর ২০২২
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain