নিজস্ব প্রতিবেদক | সোমবার, ২৬ ডিসেম্বর ২০২২ | প্রিন্ট
বগুড়া সংবাদদাতাঃ বগুড়া গাবতলীর রামেশ্বরপুর ইউনিয়ন বিএনপির নবগঠিত অবৈধ পকেট কমিটি আখ্যায়িত করে তা বাতিলের দাবীতে গতকাল রোববার রামেশ্বরপুর বাজারে বিক্ষোভ মিছিল শেষে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক ও স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুল ওহাব মন্ডলের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি গোলাম রাব্বী সরকার, ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি তাজুল ইসলাম মুক্তা, ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি আজমল হোসেন বাবু, ৬নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আতিকুর রহমান সাজু, ১নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জালাল উদ্দিন, ৩নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, ৪নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জালাল।
বিএনপি নেতা আমিনুল ইসলাম পিয়াসের পরিচালনায় এ সময় উপস্থিত ছিলেন বিভিন্ন ওয়ার্ড বিএনপির সভাপতি শাজাহান আলী, রবিউল করিম ও রবিউল ইসলাম, সহ-সভাপতি রফিকুল ইসলাম রফিক, আ: রাজ্জাক রেজা ও নজমুল হক, সাধারণ সম্পাদক মতিউর রহমান, আবু বক্কর সিদ্দিক ভুনু ও নাহিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মনসুর আলী ভোলা, রবিউল, খাজা নাজিমুদ্দিন, জিল্লুর রহমান ও আইনুল হুদা, যুবদল নেতা শাহিন, মোমিন, আ: রউফ, রাব্বী, পান্না, কাফি, দীপু, সোহাগ, ছাত্রদল নেতা বিপ্লব, সাফি, শামীম, সাখাওয়াত, রফিকুল, বায়োজিদ, শ্রমিকদল নেতা আ: রাজ্জাক, বেলাল, রপিন, মামুন, মাসুদ, স্বেচ্ছাসেবকদল নেতা আ: কুদ্দুস, বাছেদ, নাননু, রুবেল, আলমসহ বিএনপি ও অঙ্গদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।
Posted ০৯:১০ | সোমবার, ২৬ ডিসেম্বর ২০২২
Swadhindesh -স্বাধীনদেশ | admin