নিজস্ব প্রতিবেদক | সোমবার, ২৬ ডিসেম্বর ২০২২ | প্রিন্ট
সরকারবিরোধী আন্দোলনরত বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে সমন্বয়ের জন্য লিয়াজোঁ কমিটি গঠন করেছে বিএনপি।
সোমবার (২৬ ডিসেম্বর) বিএনপির ভারপ্রাপ্ত দফতর সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আন্দোলনরত বিভিন্ন রাজনৈতিক দলের সাথে সমন্বয়ের জন্য বিএনপির একটি লিয়াজোঁ কমিটি গঠন করা হয়েছে।
নিম্নোক্ত নেতাদের সমন্বয়ে এই লিয়াজোঁ কমিটি করা হয়েছে:
বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, বেগম সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু, ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, মো. শাহজাহান, আবদুল আউয়াল মিন্টু ও যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল।
বিএনপি দীর্ঘদিন ধরে সরকারবিরোধী আন্দোলন করে আসছে জোটবদ্ধ হয়ে। তবে সম্প্রতি দলটি ২০ দলীয় জোট বিলুপ্ত করে সরকারবিরোধী সব দলকে নিয়ে যুগপৎ আন্দোলনের ঘোষণা দিয়েছে। সেই আন্দোলন সমন্বয়ের জন্য এবার লিয়াজোঁ কমিটি করল দলটি।
Posted ০৯:১১ | সোমবার, ২৬ ডিসেম্বর ২০২২
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain